Ukraine Crisis: ইউক্রেন ছাড়তে নারাজ ভারতীয় ছাত্ররা, উদ্ধার করতে বিমান পাঠাচ্ছেন টাটা

ইউক্রেনে (Ukraine Crisis) থাকা ভারতীয়দের উদ্ধার করতে বিমান পাঠাচ্ছে এয়ার ইন্ডিয়া (Air India)। ছাত্রদের নিরাপত্তার কথা আগে ভেবেছে ভারত সরকার। কিন্তু সেখান পাঠরত পড়ুয়াদের অনেকেই…

TATA Air India

ইউক্রেনে (Ukraine Crisis) থাকা ভারতীয়দের উদ্ধার করতে বিমান পাঠাচ্ছে এয়ার ইন্ডিয়া (Air India)। ছাত্রদের নিরাপত্তার কথা আগে ভেবেছে ভারত সরকার। কিন্তু সেখান পাঠরত পড়ুয়াদের অনেকেই আসতে চাইছেন না ইউক্রেন ছেড়ে। 

জানা গিয়েছে, আগামী সপ্তাহে তিন দিন ইউক্রেন থেকে বিশেষ বিমান পরিষেবা দেবে এয়ার ইন্ডিয়া। ফেব্রুয়ারির ২২,২৪ এবং ২৬ তারিখে ইউক্রেন থেকে ছাড়বে বিমান। শুরু হয়েছে বুকিং প্রক্রিয়া। 

ইউক্রেনে যখন যুদ্ধের বাতাবরণ, তখন পড়াশুনায় ডুবে রয়েছেন পড়ুয়ারা। গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে সামনে। তাই এখনই ভারতে ফিরতে চাইছেন না অনেকে। 

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গুন্টুর নিবাসী পি শেখর পরিবারের তরফে জানানো হয়েছে, তাদের ছেলে রয়েছে ইউক্রেনে। এমবিবিএস-এর ফোর্থ সেমিস্টার। বাড়ি থেকে ছেলেকে বলা হয়েছিল বাড়ি ফিরে আসার জন্য। কিন্তু ছেলে জানিয়েছেন যে একের পর এক জরুরি ক্লাস রয়েছে তাঁর কলেজে। অনলাইন ক্লাসের ব্যাপারে অনুমোদন না মেলা পর্যন্ত ইউক্রেনেই থাকতে চায় সে। 

শেখর বাড়ির ছেলের মতো বহু ভারতীয় পড়ুয়া রয়েছে ইউক্রেনে। অধিকাংশই দেশে ফিরতে চাইছেন না। তার কারণ পড়াশুনা। দক্ষিণ ভারতের বহু ছাত্র রয়েছেন সে দেশে। প্রতিনিয়ত তাঁদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে খবর।