ইংলিশ প্রিমিয়ার লিগে সোয়ান্সি সিটিতে খেলা স্প্যানিশ ফুটবলার আলভারো ভ্যাজকুইজকে সই করাল এফসি গোয়া (FC Goa)। এর আগে কেরেলা ব্লাস্টার্সে ছিলেন তিনি। সেখান থেকে দুই বছরের চুক্তিতে যোগ দেন এফসি গোয়া’তে।
গত আইএসএলে ৮ গোল করার পাশাপাশি কেরেলা’কে আইএসএলে ফাইনালে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই স্প্যানিশ ফুটবলার।এসপ্যানিয়লের ইউথ প্রোডাক্ট সংশ্লিষ্ট স্পেনের ক্লাবে খেলার পাশাপাশি গেটাফে’তে খেলেছিলেন।এছাড়া এই অ্যাটাকিং মিডফিল্ডার খেলেছেন স্পেনের জারাগোজা,স্পোর্টিং গিজনের মতো ক্লাবে।এছাড়াও স্পেনের বিভিন্ন বয়স ভিত্তিক দলের হয়ে খেলতে দেখা গেছে এই ফুটবলার’কে।