East Bengal Club : এটিকে মোহন বাগানের ঘর ভাঙতে বড় প্রস্তাব ইস্টবেঙ্গলের

esat-bengal-jinghan

সই হওয়ার আভাস মিলতেই ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal Club) নতুন উদ্যম। কোমর বেঁধে দল বদলের বাজারে নেমে পড়েছেন লাল হলুদ কর্তারা। এবার এটিকে মোহন বাগানের ঘরে হানা দেওয়ার ছক কষা হয়েছে বলে খবর।

Advertisements

শোনা যাচ্ছে, এটিকে মোহন বাগানের তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানকে (sandesh jhingan) দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী ইস্টবেঙ্গল। ইতিমধ্যে ক্লাবের পক্ষ থেকে তাঁকে বাজিয়ে দেখা হয়েছে বলে মনে করা হচ্ছে। ফুটবল মহলের কারও দাবি, সন্দেশের কাছে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে লাল হলুদের প্রস্তাব। বেশ মোটা টাকার কথা নাকি কাগজে লেখা রয়েছে।

Sandesh Jhingan

Advertisements

আগামী মরসুমে সন্দেশ ঝিঙ্গান কোন ক্লাবে খেলবেন সে ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ট্রান্সফার উইন্ডো খোলার আগে থেকে শোনা গিয়েছিল, ফের অন্য কোনও দেশের ক্লাবে চেষ্টা কোর্টে পারেন তিনি। সেক্ষেত্রে এটিকে মোহন বাগানে তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই। কিন্তু সন্দেশ সত্যিই বাইরের ক্লাবে খেলবেন নাকি ভারতেই থাকবে সেটা এখনও নিশ্চিত নয়। অন্য দিকে এটিকে মোহন বাগান নিজেদের স্কোয়াড গুছিয়ে নিয়েছে। দু’জন তারকা সেন্ট্রাল ডিফেন্ডারকে সই করিয়ে নিয়েছে ক্লাব। আগামী দিনে সন্দেশ যদি বাগান তাঁবুতে না-ও থাকেন, তাহলেও হুয়ান ফেরান্দোর দল সাজাতে হয়তো খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়।

সন্দেশের কাছে বাগানের ভালো প্রস্তাবই ছিল। বিদেশ থেকে ফিরে যখন সবুজ মেরুন শিবিরে যোগ দিয়েছিলেন, তখন লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে। বাড়িয়ে নিতে পারতেন চুক্তির মেয়াদ। কিন্তু ফুটবলার নিজেই এখনও কোনও সিদ্ধান্ত বোধহয় নিতে পারেননি। এএফসি কাপের কথা মাথায় রেখে বাগানও দল সাজাতে দেরি করেনি। সব মিলিয়ে সন্দেশ ঝিঙ্গানের ফুটবল কেরিয়ার অনিশ্চিত বলে অনেকে আশঙ্কা করছেন। এই সুযোগে ইস্টবেঙ্গল যদি তাঁকে সই করিয়ে নিতে পারে, তাহলে জমাটি হতে পারে লাল হলুদ ডিফেন্স। ইভান গঞ্জালেজের সঙ্গে জুটি বাঁধতে পারেন সন্দেশ।