স্মার্ট ফোন সন্তানের হাতে? সাবধান! বাচ্চা হতে পারে মায়োপিয়ার শিকার

করোনা কালে অনেকিছুতেই এসেছে পরিবর্তন, তবে সবথেকে বেশি পরিবর্তন এসেছে শিক্ষা ব্যবস্থার উপর। করোনা অতিমারীর জেরে স্কুল বন্ধ হওয়ায় কম বেশী ছোট থেকে বড় সব…

স্মার্ট ফোন সন্তানের হাতে? সাবধান! বাচ্চা হতে পারে মায়োপিয়ার শিকার

করোনা কালে অনেকিছুতেই এসেছে পরিবর্তন, তবে সবথেকে বেশি পরিবর্তন এসেছে শিক্ষা ব্যবস্থার উপর। করোনা অতিমারীর জেরে স্কুল বন্ধ হওয়ায় কম বেশী ছোট থেকে বড় সব পড়ুয়ারই ভরসা অনলাইন ক্লাস।

এই পরিস্থিতিতে অনলাইন ক্লাসের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের ল্যাপটপ, কম্পিউটার, স্মার্ট ফোনের উপরেই নির্ভর করে থাকতে হচ্ছে। যদিও বিশেষজ্ঞদের মতে,ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করলে ক্ষতির আশঙ্কা কম যেহেতু কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন স্মার্ট ফোনের স্ক্রিনের তুলনায় বড় সেক্ষেত্রে চোখের ক্ষতির আশঙ্কা কম।
তাছাড়াও ফোনের স্ক্রিন একদম সামনে থেকে রাখা হয়, এতে চোখের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

   

কিন্তু, সমীক্ষা বলছে, বাচ্চারা বেশির ভাগ ক্ষেত্রেই স্মার্টফোনেই ক্লাস করতে পছন্দ করছে। চিকিৎসকদের মতে, এর ফলে বাচ্চাদের চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে, এর ফলে পরবর্তীকালে শিশুদের মধ্যে মায়োপিয়া (দূরদৃষ্টি) তৈরি করতে পারে।

অনেক মানুষ আছে যারা এখন ল্যাপটপ বা কম্পিউটার কেনার জন্য সক্ষম নন, তারা কিন্তু এখনও পর্যন্ত স্মার্ট ফোনের উপরেই নির্ভর করে তাদের বাচ্চাদের ক্লাস করাচ্ছেন। এর ফলে বাচ্চাদের চোখ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন স্মার্ট ফোন যত কম ব্যবহার করা যাবে তত বেশি চোখের ক্ষতিগ্রস্ত হবার আশংকা কম।