জামাইষষ্ঠীর আগেই বাড়ল সোনার দাম, আগুন ধরাল রূপোও

জামাইষষ্ঠীর আগের দিনেই মাথায় হাত পড়ল সাধারণ মানুষের। আবারও একবার নতুন করে বাড়ল সোনা ও রূপোর দাম। গতকালের তুলনায় ফের বেড়ে গেল সোনার দাম। কখনও…

জামাইষষ্ঠীর আগের দিনেই মাথায় হাত পড়ল সাধারণ মানুষের। আবারও একবার নতুন করে বাড়ল সোনা ও রূপোর দাম। গতকালের তুলনায় ফের বেড়ে গেল সোনার দাম। কখনও সোনার দামে আগুন তো কখনও আবার স্বাধ্যের মধ্যে। সোনার দাম কমা-বাড়া নিয়ে নাজেহাল অবস্থা সাধারণ মধ্যবিত্তর।

জানা গিয়েছে, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫০ হাজারের অনেকটাই নীচে রয়েছে। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৮,১০০টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫২,৪৭০ টাকা। তবে পাকা সোনার দাম ৫১ হাজার ছাড়িয়ে গেছে। কলকাতার বাজারে ১ কেজি রূপোর আজকের দাম ৬২,৭০০ টাকা। বেঙ্গালুরু, কেরল ও হায়দরাবাদে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৮,১০০ টাকা। বিজয়ওয়াড়া, ম্যাঙ্গালোর এবং বিশাখাপত্তনমেও ৪৮,১০০ টাকা দরে একই পরিমাণ ২২ ক্যারেটের বিশুদ্ধতা লেনদেন হচ্ছে। উপরের সমস্ত এলাকায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা কেনা হচ্ছে ৫২,৪৭০ টাকায়।

প্রসঙ্গত, গত ১০০ দিন ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে চলমান অস্থিরতার মধ্যে ভারতসহ বিশ্বে অস্থিরতার পরিস্থিতি বিরাজ করছে। এমন পরিস্থিতিতে সোনা ও রুপোর দামও দেখা যাচ্ছে বিশ্ব দরবারে।