সোনা-রুপোর দামে ফের ব্যাপক পরিবর্তন

ফের মহার্ঘ হল সোনালি ধাতু। তিলোত্তমায় বেড়েছে সোনার দাম। শনিবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ৪০ টাকা। তবে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার…

ফের মহার্ঘ হল সোনালি ধাতু। তিলোত্তমায় বেড়েছে সোনার দাম। শনিবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ৪০ টাকা। তবে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৩০ টাকা।

জানা গিয়েছে, ২২ ক্যারেট হলমার্ক সোনা ১ গ্রাম সোনার মূল্য ৪,৭৭৯ টাকা। ২২ ক্যারেট হলমার্ক সোনা ৮ গ্রামের মূল্য ৩৮,২৩২ টাকা। ২২ ক্যারেট হলমার্ক সোনা ১০ গ্রামের দাম ৪৭,৭৯০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা ১০০ গ্রামের দাম ৪,৭৭,৯০০ টাকা।

   

Advertisements

যদিও এদিন কমল রুপোর দাম। জানা গিয়েছে, ১ কেজি রুপোর দাম কমল ৬০০ টাকা। BankBazaar.com অনুযায়ী, শনিবার রাজধানী ভোপালে ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪,৮৭৩ টাকা। গতকাল যেখানে দাম ছিল ৪,৮৫৩ টাকা, সেখানে এভাবেই প্রতি গ্রাম ২০ টাকা দাম পরিবর্তিত হয়েছে।

ভোপাল সরফা বাজারে ২২ ক্যারেট সোনার ৮ গ্রামের দাম আজ ৩৮,৯৮৪ টাকা, গতকাল ছিল ৩৮,৮২৪ টাকা। অর্থাৎ দাম বেড়েছে ১৬০ টাকা। একই সময়ে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫ হাজার ১১৭ টাকা, গতকাল ছিল ৫ হাজার ৯৬ টাকা। অর্থাৎ দাম বেড়েছে ২১ টাকা। একই সঙ্গে ২৪ ক্যারেট সোনার ৮ গ্রামের দাম ৪০,৯৩৬ টাকা, যা গতকাল ছিল ৪০,৭৬৮ টাকা। অর্থাৎ দাম বেড়েছে ১৬৮ টাকা।