লাল-হলুদের ফুটবলারের বকেয়া বেতন মেটাতে সমস্যায় Shree Cement

ইতিমধ্যে ভারতের ১১ ফুটবলারের বকেয়া মিটিয়েছে ইস্টবেঙ্গলের প্রাক্তন ইনভেস্টের শ্রী সিমেন্ট (Shree Cement)। কিন্তু ওমিদ সিংয়ের বাকী টাকা মেটাতে গিয়ে দারুণ সমস্যার মুখোমুখি তারা।এর পেছনে…

Shree Cement East Bengal footballer

ইতিমধ্যে ভারতের ১১ ফুটবলারের বকেয়া মিটিয়েছে ইস্টবেঙ্গলের প্রাক্তন ইনভেস্টের শ্রী সিমেন্ট (Shree Cement)। কিন্তু ওমিদ সিংয়ের বাকী টাকা মেটাতে গিয়ে দারুণ সমস্যার মুখোমুখি তারা।এর পেছনে রয়েছে ভারত সরকারের এক নিয়ম,আসলে ভারত থেকে সরাসরি টাকা পাঠানো যায়না ইরানে।

এদিকে কোন তৃতীয় উৎসের মারফত টাকা পাঠাতে চায়না শ্রী সিমেন্ট।ব‍্যাপারটা তারা ফেডারেশনের নজরে এনেছে,জানানো হয়েছে ওমিদের আইনজীবী’কে,যদি তিনি রিজার্ভ ব‍্যাঙ্কের তরফে বিশেষ অনুমতি আনতে পারেন তাহলে সংশ্লিষ্ট ফুটবলারের টাকা পাঠাতে কোনও সমস‍্যা নেই তাদের।বাকি ১১ জন ফুটবলারের টাকা মিটিয়ে নো ডিউস সার্টিফিকেট ফেডারেশন’কে পাঠিয়ে দিয়েছে শ্রী সিমেন্ট।

Advertisements

এদিকে,ইমামির কর্তাদের ফোন করে আলোচনায় বসতে অনুরোধ করা হয়েছে ইস্টবেঙ্গলের তরফে।জানা যাচ্ছে আলোচনার মাধ‍্যমে দুই পক্ষ চুক্তি সমস্যা মিটিয়ে নিতে চাইছে।তারপর একে একে সই পর্ব সারবে ক্লাব।এই শনিবার অথবা সোমবারের মধ্যে এই সমস্যা মিটবে বলে মনে করা হচ্ছে।