প্রেমে ছ্যাঁকা খেয়ে ‘বেওয়াফা চাওয়ালা’ হল যুবক

খাবেন নাকি ‘বেওয়াফা চা’? কী নাম শুনে চমকে গেলেন তো? হ্যাঁ বিহারে এমনই একটি দোকানে এই চা পাওয়া যায়। আর এই চা খেতে সকলেই দোকানে…

খাবেন নাকি ‘বেওয়াফা চা’? কী নাম শুনে চমকে গেলেন তো? হ্যাঁ বিহারে এমনই একটি দোকানে এই চা পাওয়া যায়। আর এই চা খেতে সকলেই দোকানে ভিড় জমান। জানা গিয়েছে, বান্ধবীর কাছ থেকে প্রতারিত হওয়ার পর এক যুবক চায়ের দোকান খোলেন। ঘটনাটি ঘটেছে বিহারের রোহতাসে।

জাতীয় সড়কের ধারে তারাচণ্ডী মন্দিরের কাছে গেলেই মিলবে ‘অবিশ্বস্ত চায়ের দোকান’। প্রেমে ছ্যাঁকা খাওয়ার পর ওই যুবক এই দোকানের নাম দেয় ‘বেওয়াফা চা’। এখানে যারা প্রেমে প্রতারিত হন, তাদের জন্য এক কাপ চায়ের দাম ১০ টাকা, আর প্রেমিক যুগলদের জন্য ১৫ টাকায় দুই কাপ।

চায়ের দোকান চালানো ওই যুবকের নাম শ্রীকান্ত। প্রেমে প্রতারিত হয়ে জীবন এসেছে চায়ের দোকানে। শ্রীকান্ত জানিয়েছেন, তিনি তাঁর বান্ধবীকে খুব ভালবাসতেন, কিন্তু তাঁরা দু’জন এক হতে পারেননি। প্রতারিত হওয়ার পর চায়ের দোকান খুলে এমন নামকরণ করেন তিনি।