HomeUncategorizedShamima Begum : বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মহিলা ISIS জঙ্গি শামীমার দেশে ফেরা...

Shamima Begum : বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মহিলা ISIS জঙ্গি শামীমার দেশে ফেরা বাতিল

- Advertisement -

বাংলাদেশি বংশোদ্ভূত নারী জঙ্গি শামীমা বেগমকে (Shamima Begum).কোনও অবস্থায় নাগরিকত্ব ফিরিয়ে দিতে রাজি নয় ব্রিটেন সরকার। ব্রিটেন থেকে পালিয়ে সিরিয়া গিয়ে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনে ঢুকে পড়া শামীমাকে বাংলাদেশের সরকারও গ্রহণ করতে রাজি নয়। এদিকে এই নারী জঙ্গি ফের তার ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেতে আদালতে আপিল করে। তার আবেদন মঞ্জুর হয়নি।

বিবিসির খবর, নাগরিকত্ব ফিরে পাওয়ার মামলায় ফের হারল আইএস বধূ ও বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা বেগম। ব্রিটেনের বিশেষ অভিবাসন আদালত শামীমার আপিল খারিজ করেছে। বলা হয়, জাতীয় নিরাপত্তার খাতিরে শামীমার নাগরিকত্ব বাতিল করা হয়েছে। আপাতত সিরিয়ার শরণার্থী শিবিরে আছে আইএস জঙ্গি শামীমা।

   

২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে দুই বান্ধবী সহ সিরিয়ায় পালিয়ে যায় শামীমা। তখন সে ছিল ব্রিটিশ নাগরিক। সিরিয়া গিয়ে এক আইএস জঙ্গিকে বিয়ে করে শামীমা। তার তিন সন্তান হয়। আইএস জঙ্গি দমন অভিযানের সময় ২০১৯ সালে সিরিয়ার শরণার্থী শিবিরে শামীমার দেখা পান এক ব্রিটিশ সাংবাদিক। শামীমা ব্রিটেনে ফিরে আসার আবেদন জানায়। তবে জাতীয় নিরাপত্তা কারণে তাকে ফিরিয়ে নিতে রাজি হয়নি ব্রিটেনের সরকার।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular