ভারতীয় ফুটবল সার্কিটে যথেষ্ট চর্চিত একটি নাম সার্জিও লোবেরা (Sergio Lobera)। মুম্বাই সিটি এফসির হয়ে ইন্ডিয়ান সুপার লিগ জয় করার পাশাপাশি আরও একাধিক খেতাব রয়েছে তাঁর ঝুলিতে। তবে গত কয়েক বছর ধরেই ভারতের প্রথম সারির ফুটবল ক্লাব তথা ওডিশা এফসির হয়ে নিজের দায়িত্ব পালন করে আসছিলেন এই স্প্যানিশ কোচ। বলাবাহুল্য, এই কোচের দৌলতেই কলিঙ্গ সুপার কাপ ফাইনাল খেলেছিল জগন্নাথের রাজ্যের এই ফুটবল দল। চূড়ান্ত সাফল্য না আসলেও তাঁদের পারফরম্যান্স নিঃসন্দেহে মন জয় করেছিল সকলের।
এমনকি গত সিজনে ও অনবদ্য ফুটবল খেলেছিল আহমেদ জাহুরা। তবে দেশীয় ফুটবলের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে এবার জগন্নাথের রাজ্যের এই ফুটবল দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন এই আইএসএল জয়ী কোচ। আজ কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানিয়ে দিয়েছিল ওডিশা এফসি ম্যানেজমেন্ট। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে ওডিশা ছেড়ে এবার কোন দলের দায়িত্ব পালন করবেন এই বিদেশি কোচ। কিছুক্ষণের ব্যবধানেই স্পষ্ট হয়ে গিয়েছে সেই বিষয়টি।
আজ কিছুক্ষণ আগেই হোসে মোলিনাকে বিদায় জানিয়ে সার্জিও লোবেরার (Sergio Lobera) দায়িত্ব গ্ৰহনের কথা স্পষ্ট করে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। যেটা নিঃসন্দেহে বড়সড় পাওনা সকলের কাছেই। এই ঐতিহ্যবাহী দলের দায়িত্ব গ্রহনের ক্ষেত্রে গনমাধ্যমের মুখোমুখি হয়ে এই বিদেশি কোচ বলেন, ‘ মোহনবাগান সুপার জায়ান্টে দায়িত্ব নেওয়া আমার কাছে বিরাট সম্মানের। এই ক্লাবের অনেক ইতিহাস রয়েছে, রয়েছে আবেগ আর উচ্চাকাঙ্ক্ষা। আমি প্রতিশ্রুতিবদ্ধ এমন একটি দল গড়ে তুলতে, যারা খেলবে সাহসিকতা, নিজস্ব পরিচয় এবং জয়ের মানসিকতা নিয়ে। আমরা একসঙ্গে কাজ করব, যাতে এই অধ্যায় হয়ে ওঠে অবিস্মরণীয়।’
আরও বলেন, ‘এই দলে আছে প্রতিভা আর হৃদয়ের শক্তি, যা ভারতীয় ফুটবলে আধিপত্য বিস্তার করতে সক্ষম। আমি এখানে এসেছি সেই সম্ভাবনাকে আরও উচ্চতায় তুলে নিয়ে যেতে। মোহনবাগান শীর্ষে থাকার যোগ্য, আর আমরা প্রতিদিন কাজ করব সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে।’
