Ukraine War: ইউক্রেনে দ্বিতীয় ভারতীয়র মৃত্যু

যুদ্ধকালীন পরিস্থিতিতে নবীনের পর এবার আরও এক ভারতীয় ছাত্রের মৃত্যু হল ইউক্রেনে। জানা গিয়েছে, বুধবার পাঞ্জাবের বাসিন্দা চন্দন জিন্দল নামে ২২ বছরের এক ছাত্রের মৃত্যু…

যুদ্ধকালীন পরিস্থিতিতে নবীনের পর এবার আরও এক ভারতীয় ছাত্রের মৃত্যু হল ইউক্রেনে। জানা গিয়েছে, বুধবার পাঞ্জাবের বাসিন্দা চন্দন জিন্দল নামে ২২ বছরের এক ছাত্রের মৃত্যু হয়েছে। তবে কোনও আক্রমণে নয়, অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে চন্দনের।

Advertisements

সম্প্রতি চিকিৎসার জন্য তাকে ইউক্রেনের ভিনিৎসিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে ভর্তি করা হয়। ব্রেন স্ট্রোকের কারণে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় বুধবার চন্দনের মৃত্যু হয়। উল্লেখ্য, ইউক্রেনে এটি কোনও ভারতীয়ের টানা দ্বিতীয় মৃত্যু। এর আগে, মঙ্গলবার খারকিভে গোলাগুলির সময় কর্ণাটকের বাসিন্দা নবীনের মৃত্যু হয়।

   

নবীনের বন্ধুরা জানিয়েছেন যে তিনি সুপারমার্কেটে কিছু জিনিস নিতে গিয়েছিলেন। এ সময় রাশিয়ার তরফ থেকে করা এক হামলায় তিনি নিহত হন। চন্দন জিন্দাল ভিনিৎসিয়া ন্যাশনাল পাইরোগভ, মেমোরিয়াল মেডিক্যাল কলেজে পড়াশোনা করছিলেন। ইতিমধ্যে ছেলের দেহ ভারতে আনার দাবি জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছেন চন্দনের বাবা। কর্ণাটক থেকে নবীনের দেহ দ্রুত ভারতে আনার চেষ্টা চলছে কেন্দ্রীয় সরকারের তরফে। আসলে, ইউক্রেন তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ফলে দেহ আনতে অনেক সমস্যায় পড়তে হয়েছে।