আপনার কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে (SBI) অ্যাকাউন্ট আছে? তাহলে সাবধান হয়ে যান। এসবিআই অ্যাকাউন্ট সম্পর্কে একটি মেসেজ সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।
মেসেজে বলা হয়েছে, গ্রাহক যদি প্যান নম্বর আপডেট না করেন, তাহলে এসবিআই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। সরকার তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এই বার্তার সাথে সম্পর্কিত সত্যটি ভাগ করে নিয়েছে। ভাইরাল মেসেজে বলা হয়েছে, ‘এসবিআই গ্রাহক যদি তাঁর প্যান কার্ড আপডেট না করেন, তাহলে আজই তাঁর এসবিআই ইয়োনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।’
ভারত সরকারের প্রেস এজেন্সি প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এই ভাইরাল মেসেজের সত্যতা জানিয়েছে। পিআইবি তার ফ্যাক্ট চেক-এ এই দাবিগুলিকে ভুয়ো বলে অভিহিত করেছে। পিআইবি তাদের ফ্যাক্ট চেক অ্যাকাউন্ট থেকে টুইট করে জানিয়েছে, ‘স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নামে যে মেসেজ পাঠানো হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়ো। এসবিআই কাউকে বার্তার মাধ্যমে তাদের ব্যক্তিগত তথ্য আপডেট করতে বলে না। কেউ যদি আপনাকে এই ধরনের বার্তা পাঠায় তবে আপনি [email protected] ইমেল আইডিতে অভিযোগ দায়ের করতে পারেন। এ ছাড়া ১৯৩০ নম্বরে ফোন করেও আপনার অভিযোগ নথিভুক্ত করতে পারবেন।’