Durand Cup 2022: ডুরান্ডের মহাযুদ্ধে যুবভারতীর রঙ সবুজ মেরুন

ডুরান্ডের (Durand Cup 2022)  ম্যাচে জয়ী মোহনবাগান  (ATK Mohunbagsn)। আত্মঘাতী গোলে ঘোল খেয়ে পরাজিত ইস্টবেঙ্গল। ফলাফল ১-০। যুূবভারতী থেকে দুপক্ষের সমর্থকরা বাড়িমুখো। বিশ্লেষকরা বলছেন, গোল…

ডুরান্ডের (Durand Cup 2022)  ম্যাচে জয়ী মোহনবাগান  (ATK Mohunbagsn)। আত্মঘাতী গোলে ঘোল খেয়ে পরাজিত ইস্টবেঙ্গল। ফলাফল ১-০।

যুূবভারতী থেকে দুপক্ষের সমর্থকরা বাড়িমুখো। বিশ্লেষকরা বলছেন, গোল করল ইস্টবেঙ্গল, হারল ইস্টবেঙ্গল ! অর্থাত লাল হলুদের আত্মঘাতী গোলে চওড়া হাসি সবুজ মেরুণ দলের।

ম্যাচ শেষে প্রাক্তন ফুটবলাররা ক্রমাগত ইস্টবেঙ্গলের খেলার ধরণ নিয়ে সমালোচনায় মুখর। তাঁদের দাবি, নব্বই মিনিটের লড়াইতে বেদম হয়ে গেছিল ইস্টবেঙ্গল। আর মোহনবাগান সবেতেই এগিয়ে।

জয়ের পর মোহনবাগান সমর্থকদের কটাক্ষ, ‘যতবার ডার্বি ততবার হারবি’। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল নীরব। পরাজয় মেনে নিয়ে নিজের দলের পারফরম্যান্স নিয়ে হতাশ তারা।

খেলার প্রথমার্ধের শেষ দিকে সুমিত পাসির আত্মঘাতী গোলেই ইস্টবেঙ্গলের কফিনে যেন পেরেক পোঁতার সামিল। সেই আত্মঘাতী গোলই যুবভারতীতে আড়াই বছর আগের শেষ বড় ম্যাচ জয়ের রোমন্থন মোহনবাগানে।

বিশেষজ্ঞরা বলছেন, আত্মঘাতী গোল করলেও প্রতিপক্ষ মোহনবাগানের জালে বল ঢোকানোর সুযোগ নষ্ট করার ফল পেয়েছে ইস্টবেঙ্গল। আপাতত ডুরান্ড জয়ের রেশ মোহনবাগান উদ্বেলিত। গ্যালারির রঙ সবুজ মেরুণ।