Monday, December 8, 2025
HomeUncategorizedUkraine Crisis: ইউক্রেন সীমান্তে সেনা সাজাচ্ছে রাশিয়া, ধরা পড়ল স্যাটেলাইটে

Ukraine Crisis: ইউক্রেন সীমান্তে সেনা সাজাচ্ছে রাশিয়া, ধরা পড়ল স্যাটেলাইটে

- Advertisement -

ইউক্রেন সীমান্তে সেনা সাজাচ্ছে রাশিয়া। স্যাটেলাইটে সেই ছবি ধরা পড়েছে। বেলারুশ, ক্রিমিয়া এবং পশ্চিম রাশিয়ায় ওই উপগ্রহ চিত্র ধরা পড়েছে। ক্রিমিয়ায়, ১০ ফেব্রুয়ারি ওক্টিয়াব্রস্কয় এয়ারফিল্ডে সেনা মোতায়েন থাকতে দেখা গিয়েছে। সিমফেরোপলের উত্তরে এই পরিত্যক্ত এয়ারফিল্ডে ৫৫০রও বেশি সেনার তাঁবু এবং যানবাহনের ছবি স্যাটেলাইট ক্যামেরায় ধরা পড়েছে। সম্প্রতি ডোনুজলাভ হ্রদের তীরে নভোজারনয়ের কাছে নতুন সেনাবাহিনী পৌঁছেছে। সেখানে কামান রাখা হয়েছে।

বেলারুশে, ইউক্রেনের সীমান্ত থেকে ২৫ কিলোমিটারেরও কম দূরে গোমেলের কাছে জায়াব্রোভকা এয়ারফিল্ডে সেনা, সামরিক যান এবং হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ইউক্রেনের সীমান্ত থেকে ৪৫ কিলোমিটারেরও কম দূরে রেচিৎসারের কাছে সৈন্য মোতায়েন রয়েছে। পশ্চিম রাশিয়ায় সামরিক বাহিনীর একটি বড় অংশ পূর্বে কুর্স্ক প্রশিক্ষণ এলাকায় পৌঁছেছে। এটি ইউক্রেন সীমান্তের প্রায় ১১০ কিলোমিটার পূর্বে। এলাকায় যুদ্ধের সরঞ্জাম এসে পৌঁছচ্ছে।

   

এদিকে, আমেরিকার পক্ষ থেকে ‘ যে কোনো মুহূর্তে হামলা হতে পারে ‘ বলা হলেও কূটনৈতিকরা পাচ্ছেন অন্য গন্ধ। বন্দুকের নল দেখিয়ে ইউক্রেনকে চাপে রাখতে চাইছে মস্কো। কূটনৈতিক মহলে এমনও প্রশ্ন উঠছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular