রবিবার ২১ জুলাই এর মঞ্চে বড়ো চমক। তৃণমূলের ২১ এ জুলাই এর মঞ্চে থাকবেন অখিলেশ যাদব (Akhilesh Yadav)। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সারা দিয়ে কলকাতায় পা রাখছেন অখিলেশ যাদব। সূত্রের খবর, ধর্মতলায় ২১ জুলাই মঞ্চে একসঙ্গে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশকে (Akhilesh Yadav)। শনিবার এই বিষয়ে নিজের এক্স হ্যান্ডেলে দাবি করেন তৃণমূল নেতা কুনাল ঘোষ।
.@MamataOfficial র আমন্ত্রণ। কাল 21/7 @AITCofficial র ধর্মতলা সমাবেশে আসছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 20, 2024
নাছোড় মুখ্যমন্ত্রী, রাজ্যপালের মানহানি মামলায় এবার ডিভিশন বেঞ্চে মমতা
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বিধানসভা উপনির্বাচনে বিপুল জয়ের পর এবারের ২১ জুলাইয়ের সমাবেশ রাজ্যের শাসক দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি। মনে করা হচ্ছে, এই ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই আগামী ২৬ এর বিধানসভা ভোটের ছন্দ বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই আগামীদিনে এগিয়ে যাবে দল। এবার লোকসভা নির্বাচনে রাজ্যে অভূতপূর্ব সাফল্য পেয়েছে তৃণমূল। তারপর উপনির্বাচনে বিপুল মার্জিনে জয় দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলেছে।
ক্ষতবিক্ষত বাংলাদেশ! সীমান্ত পেরিয়ে প্রাণভয়ে ভারতে ফিরছেন পড়ুয়ারা
তাই এবারের ২১ জুলাইকে কেন্দ্র করে দলের কর্মী সমর্থকদের মধ্যে আলাদাই উত্সাহ রয়েছে। কলকাতা থেকে জেলা, সর্বত্র প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই শহরে আসতে শুরু করেছেন কর্মী-সমর্থকেরা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে মঞ্চ বাঁধার কাজ। কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, উত্তীর্ণ, সল্টলেক সেন্ট্রাল পার্ক, নেতাজি ইনডোর স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ও বড় বাজারের গেস্ট হাউসগুলিতে ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। জেলা থেকে কর্মী-সমর্থকেরা এসে এই জায়গাগুলিতে থাকবেন। শীর্ষ নেতৃত্বের নজরদারিতে চলছে গোটা প্রস্তুতি প্রক্রিয়া।
কুণালের বিস্ফোরক ট্যুইটের ধাক্কায় সিদ্ধান্ত পাল্টাল রেল
এরমধ্যে অখিলেশের যোগদান তৃণমূলের ২১ জুলাইকে জাতীয়স্তরে রাজনৈতিকভাবে আরও প্রাসঙ্গিক করে তুলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। লোকসভা ভোটেও উত্তরপ্রদেশে বিজেপির থেকে এবার অপ্রত্যাশিত জয় ছিনিয়ে নিয়েছে অখিলেশের দল।
মেয়াদ শেষের ৫ বছর আগেই ইস্তফা ইউপিএসসি-র চেয়ারম্যান মনোজ সোনি-র
উত্তরপ্রদেশের ৮০ টির মধ্যে ৪০ টির ওপর আসন জিতে যোগীদের ঘুম উড়িয়েছে সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশে অখিলেশের জয় মোদী বিরোধী ইন্ডিয়া জোটকে ২৪০ টা আসন পেতে সাহায্য করেছে। তাই বর্তমান জাতীয় রাজনীতির মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশের গুরুত্ব অনেকটাই বেড়েছে। এবার ২১ জুলাইয়ের মঞ্চে ইন্ডিয়া জোটের এই নেতার একই মঞ্চে অবস্থান মোদী বিরোধী জোটকে আরও ঐক্যবদ্ধ করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।