Sahara Desert : সাহারায় তুষার শিহরণ চলছে

Sahara Desert

অত্যাধিক উষ্ণতার কারণে ভয়াবহ সাহারা মরুভূমি (Sahara Desert)। সেখানেই তুষার শিহরণ চলছে। আফ্রিকার এই মরু অঞ্চলের একাংশ এখন বরফে ঢেকে গেছে।

Advertisements

আলজিরিয়ার আইন সেফরা সাহারার প্রবেশদ্বার হিসেবে পরিচিত। আইন সেফরা শহরে প্রবল শীত শুরু হয়েছে। আর এই শীতে গত ৪২ বছরের মধ্যে পঞ্চবারের মতো শহরটিতে তুষারপাত হয়েছে। জানাচ্ছেন স্থানীয়রা।

   

রাতারাতি তাপমাত্রা মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। এতে শহরটির বাসিন্দারা প্রায় ঠান্ডায় হিম শীতল হয়ে যাওয়ার অবস্থায় পড়ে। শহরটি এটলাস পর্বতমালার মধ্যে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফুট উপরের অবস্থিত। সাহারা মরুভূমির লাগোয়া এই শহরে তুষারপাত হয়। মরুভূমিতেও ছড়িয়েছে তুষার।

Advertisements

যদিও সাহারা পৃথিবীর একমাত্র মরুভূমি যা তার অতিরিক্ত উত্তাপের জন্য পরিচিত। উত্তর আফ্রিকার বেশিরভাগ অংশ নিয়ে সাহারা মরুভূমির অবস্থান। এই তুষারপাতে মরুভূমিটি আবারও সবুজে ভরে উঠবে এটা আশা করা যায়।