Ukraine War: বিশাল রুশ সেনা ঘিরে নিল কিয়েভ শহর, আজই পতন?

ইউক্রেন দখল কি আর সময়ের অপেক্ষা? এই প্রশ্নটাই এখন ঘুরছে বিশ্বের মনে। ইউক্রেনের রাজধানী কিয়েভ আর দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে ক্রমাগত মিলছে বিস্ফোরণের খবর। খারকিভে প্রবেশ করেছে রুশ সেনা। স্থানীয় কর্মকর্তারা এই খবর জানিয়েছেন।

খারকিভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ বলেছে, শহরে সামরিক যান প্রবেশ করেছে। একটি ফুটেজে দেখা গেছে যে কয়েকটি রাশিয়ান সামরিক গাড়ি উত্তর-পূর্ব শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। রুশ সেনা শহরের কেন্দ্রস্থলে রয়েছে বলে মনে করা হচ্ছে। তিনি এলাকার বাসিন্দাদের ঘরের ভিতরে থাকার কথা বলেছেন। এও জানিয়েছেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী রুশ সেনাদের ঠেকাতে ততপর। নাগরিকরা যেন কোনওভাবেই রাস্তায় না বের হন।

   

এদিকে কিয়েভে ইউক্রেনের সেনা রাশিয়ার অগ্রযাত্রাকে আটকে রেখেছে বলে খবর। শহর থেকে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। রাতভর বোমা পড়েছে কিয়েভে। সকালে খবর পাওয়া গিয়েছে ভাসিলকিভের কাছে একটি তেলের ডিপোয় আক্রামণ চালিয়েছে রাশিয়া। খারকিভের দানিলিভকা জেলায় একটি গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে রুশ সেনা৷ ২৭ ফেব্রুয়ারি ভোর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে৷

তবে ইউক্রেনের স্পেশাল কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন প্রোটেকশন স্টেট সার্ভিস জানিয়েছে এটি কোনও পারমাণবিক হামলা নয়। এর ফলে তৈরি হয়েছে ব্যাঙের ছাতার মতো মেঘ। যার প্রভাব পড়তে পারে পরিবেশে। তাই সরকারের তরফে বাসিন্দাদের ঘরে জানালা স্যাঁতসেঁতে কাপড় বা গজ দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের প্রচুর পরিমাণে তরল পান করার পরামর্শ দেওয়া হয়েছে। ইউক্রেনের চিফ প্রসিকিউটর ইরিনা ভেনেডিক্টোভা বলেছেন, রুশ বাহিনী খারকিভকে এখনও নিজের আয়ত্তে নিতে পারেনি। সেখানে ভয়াবহ যুদ্ধ চলছে।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন