যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ক্রমশই আগ্রাসন বাড়াচ্ছে রাশিয়া৷ এবার খারকিভের দানিলিভকা জেলায় একটি গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে রুশ সেনা৷ ২৭ ফেব্রুয়ারি ভোর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে৷
তবে ইউক্রেনের স্পেশাল কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন প্রোটেকশন স্টেট সার্ভিস জানিয়েছে এটি কোনও পারমাণবিক হামলা নয়। এর ফলে তৈরি হয়েছে ব্যাঙের ছাতার মতো মেঘ। যার প্রভাব পড়তে পারে পরিবেশে। তাই সরকারের তরফে বাসিন্দাদের ঘরে জানালা স্যাঁতসেঁতে কাপড় বা গজ দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের প্রচুর পরিমাণে তরল পান করার পরামর্শ দেওয়া হয়েছে। ইউক্রেনের চিফ প্রসিকিউটর ইরিনা ভেনেডিক্টোভা বলেছেন, রুশ বাহিনী খারকিভকে এখনও নিজের আয়ত্তে নিতে পারেনি। সেখানে ভয়াবহ যুদ্ধ চলছে।
এদিকে ইউক্রেনের পারমাণবিক সংস্থা জানিয়েছে যে কিয়েভের কাছে একটি তেজস্ক্রিয় বর্জ্যের জায়গায় বিমান হামলা করেছে রাশিয়া। যদিও সেখান থেকে কোনও লিকের খবর নেই। তবে ঘটনাটি অস্বীকার করেছে ইউক্রেনের স্টেট এজেন্সি সার্ভিস। রাশিয়ার সেনাবাহিনীকে বিভ্রান্ত করতে ইউক্রেনের রাস্তায় সরানো হচ্ছে রোড সাইন। ওডেসা ফের রুশ বিমান বাহিনীর দখলে।