Ukraine War: হাঙ্গেরি ও রোমানিয়া হয়ে দেশে ফিরলেন বহু ভারতীয়রা, চলছে বাকিদের আনার কাজ

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে বন্ধ ইউক্রেনের আকাশপথ। ফলে ইউক্রেন থেকে ভারতীয় দেশে ফেরার সম্ভাবনার উপর বড়সড় এক প্রশ্নচিহ্ন এসে পড়েছিল। কিন্তু বিদেশমন্ত্রক জানায় হাঙ্গেরি বা…

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে বন্ধ ইউক্রেনের আকাশপথ। ফলে ইউক্রেন থেকে ভারতীয় দেশে ফেরার সম্ভাবনার উপর বড়সড় এক প্রশ্নচিহ্ন এসে পড়েছিল। কিন্তু বিদেশমন্ত্রক জানায় হাঙ্গেরি বা রোমানিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হবে ভারতীয়দের। সেই মতো রবিবার সকালে হাঙ্গেরি থেকে দেশে ফিরলেন ২৪০ জন ভারতীয়। ইউক্রেন থেকে রোমানিয়া হয়ে দেশে ফিরলেন ২৫০ জন ভারতীয়।

হাঙ্গেরি থেকে এয়ার ইন্ডিয়ার দ্বিতীয় ফ্লাইটটি ইউক্রেনে আটকা পড়া ভারতীয়দের নিয়ে রবিবার ভোরে দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া ইউক্রেন থেকে রোমানিয়া হয়েও ২৫০ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ইউক্রেনে রাশিয়ান সামরিক আক্রমণের পর প্রথম ফ্লাইট, AI1944 রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে গত সন্ধ্যায় ২১৯ জনকে মুম্বইতে ফিরিয়ে আনে। দ্বিতীয়টি (ফ্লাইট AI1942) ২৫০ জন ভারতীয়কে নিয়ে রবিবার ভোর পৌনে তিনটে দিল্লি বিমানবন্দরে পৌঁছয়। এয়ার ইন্ডিয়ার তৃতীয় ফ্লাইট, AI1940 হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে ২৪০ জনকে নিয়ে রবিবার সকাল ৯টা নাগাদ দিল্লি আসে।