Ukraine Crisis: রুশ বিদ্রোহীদের অবিরাম গোলা বর্ষণ, ইউক্রেনীয় সেনার মৃত্যু

ইউক্রেন সীমান্তে ক্রমশই বাড়ছে উত্তেজনা। রুশ সেনার সামনে ক্রমেই দুর্বল হচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। ২ সেনা কর্মী মৃত। ৪ জন গুরুতর আহত। Advertisements উত্তরোত্তর বাড়ছে রুশ…

ইউক্রেন সীমান্তে ক্রমশই বাড়ছে উত্তেজনা। রুশ সেনার সামনে ক্রমেই দুর্বল হচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। ২ সেনা কর্মী মৃত। ৪ জন গুরুতর আহত।

Advertisements

উত্তরোত্তর বাড়ছে রুশ সেনার দাপট। আমেরিকার তরফে জানানো হয়েছে যে কোনও মুহূর্তে ইউক্রেনের উপর প্রবলভাবে হামলা চালাতে পারে রাশিয়া। সমস্যা সমাধানে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক জেকেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

Advertisements

এদিকে ইউক্রেন সমস্যা সমাধান করতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্রাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় আগ্রহী ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলদিমির জেলেন্সকি। তিনি এও বলেছেন, আক্রমণের ভয় পাচ্ছেন তাঁরা।

বিভিন্ন সংবাদ সংস্যা সূত্রে খবর, ইতিমধ্যেই ২ হাজার বার ইউক্রেনের উপর গোলাগুলি বর্ষণ করা হয়েছে। ইউক্রেনের পূর্বদিকে সেনা মোতায়েন করা হয়েছে। পূর্ব ইউক্রেনের ডোনেতস্ক শহরে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নেতা ডেনিস পুশিলিন জানিয়েছেন, সংঘর্ষ ভয়াবহ রূপ নিতে পারে। তাই তারা নারী, শিশু এবং বয়স্ক বেসামরিক নাগরিকদের রাশিয়ায় পাঠানোর পরিকল্পনা করেছেন। প্রক্রিয়া শুরু হচ্ছে বলে তিনি জানান।

দেশটির রুশ সীামান্তবর্তী অঞ্চলে পরপর হামলা চলছে। রুশপন্থী ও ইউক্রেনীয় সেনার সংঘর্ষে প্রায় যুদ্ধ অবস্থা। এরই মাঝে রয়টার্স জানাল, রুশপন্থীদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়েছে। এর জেরে উড়ে গেছে রাশিয়ার সঙ্গে পুরো ইউরোপের তেল সংযোগ লাইন। বিবিসি জানাচ্ছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণাধীন শহরের একটি আন্তর্জাতিক তেল পাইপলাইনে বিস্ফোরণ ঘটানো হয়। অভিযোগ, পুরো ইউক্রেন কে জ্বালানি সংকটের দিকে ঠেলে দিতে এমন বিস্ফোরণের ঘটানো হয়। এক্ষেত্রে অভিযুক্ত রুশপন্থী বিদ্রোহীরা।