Russia: আমেরিকাকে তাড়া করল রাশিয়ার সাবমেরিন!

রাশিয়া (Russia) এবং ইউক্রেনের (Ukraine) মধ্যে নতুন করে দেখা দিয়েছে যুদ্ধ পরিস্থিতি। এরই মধ্যে মিলল চাঞ্চল্যকর খবর। আমেরিকার (America) সাবমেরিনকে তাড়া করেছে রাশিয়ার সাবমেরিন। দাবি…

রাশিয়া (Russia) এবং ইউক্রেনের (Ukraine) মধ্যে নতুন করে দেখা দিয়েছে যুদ্ধ পরিস্থিতি। এরই মধ্যে মিলল চাঞ্চল্যকর খবর। আমেরিকার (America) সাবমেরিনকে তাড়া করেছে রাশিয়ার সাবমেরিন। দাবি মস্কোর। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রর পক্ষ থেকে নস্যাৎ করে দেওয়া হয়েছে এই দাবি। 

Advertisements

মস্কোর তরফে জানানো হয়েছে, প্রশান্ত মহাসাগরে চলছিল সেনা মহড়া। নামানো হয়েছিল সাবমেরিন। মহড়া চলাকালীন নজরে পড়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন। দাবি, আমেরিকার জলযানটি ঢুকে পড়েছিল রাশিয়ার এলাকায়। এরপরেই শুরু হয় তাড়া। পুতিন সরকার আরও জানিয়েছে, রাশিয়ান সাবমেরিন দেখা মাত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল মার্কিনী জলযান। গতি বাড়িয়ে রাশিয়ান সীমা অতিক্রম করেছিল সে’টি।

   

রাশিয়ার পক্ষ থেকে করা মন্তব্যকে পাত্তা দিতে চাইছে না জো বাইডেনের সরকার। এমন কোনো ঘটনা ঘটেনি বলেই জানিয়েছে আমেরিকা, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্টে প্রকাশ। মার্কিন সেনার বক্তব্য, ‘রাশিয়ার পক্ষ থেকে যা কিছু বলা হয়েছে তার স্বপক্ষে কোনো যুক্তি নেই। আমরা জলপথে কোনো সীমা উলঙ্ঘন করিনি।’

রাশিয়া হালকাভাবে নিচ্ছে না বিষয়টি। তারা নিজের বক্তব্যে অনড়। আমেরিকার ওপর চাপ বাড়িয়ে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে মস্কো। মার্কিন প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসতে চায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক।