Russia: রাশিয়ার স্কুলে ঢুকে শিশুদের গুলি করে মারল যুবক

রাশিয়ার (Russia) ইউলিয়ানভস্ক প্রদেশের একটি গ্রামে কিন্ডারগার্টেন স্কুলে বন্দুকধারীর হামলায় দুই শিশু ও এক শিক্ষিকা নিহত। হামলাকারী যুবক নিজেও মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে। গুলিতে…

Russian school and shoots children

রাশিয়ার (Russia) ইউলিয়ানভস্ক প্রদেশের একটি গ্রামে কিন্ডারগার্টেন স্কুলে বন্দুকধারীর হামলায় দুই শিশু ও এক শিক্ষিকা নিহত। হামলাকারী যুবক নিজেও মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে। গুলিতে আহত হয়েছেন এক তরুণী শিক্ষিকা ও দুই শিশু।

একটি ডাবল ব্যারেল শটগান নিয়ে স্কুলে হাজির হন ২৬ বছরের এক যুবক। শিশু ও কয়েকজন শিক্ষিকার ওপর গুলি চালাতে শুরু করে। ঘটনার সময়ে কোনো নিরাপত্তারক্ষী ছিল না বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।বন্দুকধারী ওই যুবক সহজেই স্কুলের মধ্যে ঢুকে পড়ে।  হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করে।

   

নিহত ও আহত শিশু বা শিক্ষিকাদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। হামলাকারীর নাম পরিচয়ও প্রকাশ করা হয়নি। কী কারণে এই হামলা, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, হামলাকারীর মানসিক সমস্যা ছিল। ঘটনার সঙ্গে জঙ্গি যোগ নেই।

Advertisements

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News