BJP: বঙ্গ বিজেপিতে আরও এক সাংসদের দলত্যাগ জল্পনা, কী বললেন অর্জুন সিং

Arjun Singh is joining TMC

রবিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। তিনি বিজেপি ছেড়ে আসতেই ভাটপাড়া বিধানসভাটিও হারাচ্ছে বিজেপি। অর্জুন পুত্র পবন তৃণমূলে সামিল হতে চলেছেন। তবে এরই মাঝে আরও এক বিজেপি সাংসদের দলত্যাগ সম্ভাবনা উস্কে দিলেন অর্জুন সিং।

 হাত ধরে কি বিজেপিতে ভাঙন? এই প্রশ্ন উঠছে। জল্পনা উস্কে অর্জুনের মন্তব্য, সৌমিত্র আমার ভাই আছে। ওয়েট করুন এত তাড়াতাড়ি কথা বলাটা ঠিক নয়। ওয়েট অ্যান্ড সি। এত তাড়াতড়ি কিছু বলার নেই। অর্জুন সিংয়ের ইঙ্গিত বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বিজেপি ত্যাগ করতে পারেন। তিনিও বিক্ষুব্ধ গোষ্ঠীর।

   

লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনে বিজেপির ভরাডুবির পর রাজ্য নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন সৌমিত্র খাঁ। দীর্ঘদিন ধরে বিজেপি বিরোধী মন্তব্য করে চলেছেন যাতে অস্বস্তি বেড়েছে দলের নেতাদের। সম্প্রতি রাজ্য ভাগের দাবিতে সরব হওয়াতে সৌমিত্রর দলবদলের জল্পনা তীব্র হয়েছে।

যদিও সৌমিত্র খাঁ বলেছেন, তিনি বিজেপিতে থাকলেও এখনও অনেক বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো রয়েছে। একইসঙ্গে দীর্ঘ সময় রাজনীতি করার সুবাদে একাধিক তৃণমূল সাংসদদের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে।

দলত্যাগী তালিকায় লকেট চট্টোপাধ্যায় রয়েছেন বলেও মনে করা হচ্ছে। কারণ, অর্জুনের দলবদলের পরেই তাঁকে নিয়েও চর্চা হয়েছে। হুগলির সাংসদের মন্তব্য, অন্য দলের গিয়ে অবিশ্বাসের বারাবরণ তৈরি করছেন অর্জুন সিং। ২০১৯ সালে যে কর্মীদের দেখে মানুষ ভোট দিয়েছিল, তাঁরা কেউ দল ছেড়ে যায়নি। কেউ বসে আছে কাজ করছে। যার চলে যাওয়ার ইচ্ছে রয়েছে, তাঁরা যেন এক্ষুনি চলে যায়। যারা ২০২১ আলে নির্বাচনে লড়েছিল, যারা ৭৭ টি বিধায়ক এনেছিল। তাঁরা সবসময় আমাদের দলে থাকছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন