Suresh Meitei: সুরেশ যোগ দিচ্ছেন রাউন্ডগ্লাস পঞ্জাবে

Roundglass Punjab FC sign Suresh Meitei from Churchill Brothers

চার্চিল ব্রাদার্স থেকে সুরেশ মেইতেই’কে (Suresh Meitei) দলে নিচ্ছে রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি। সূত্রের খবর অনুযায়ী বছর তিনেকের চুক্তিতে তিনি আসছেন রাউন্ডগ্লাস পঞ্জাবে৷

Advertisements

আর্মি একাদশ দলের হয়ে কেরিয়ার শুরু করেছিলেন এই ফুটবলার।পরবর্তী সময়ে যোগ দেন চার্চিল ব্রাদার্সে। ডুরান্ড কাপের ছয়টি ম‍্যাচে খেলেছিলেন সুরেশ।তিনটি গোল করেছিলেন,আইলিগের ২৬ টি ম‍্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার।

   

আইলিগে ছয়টা ম‍্যাচ খেলেছিলেন সুরেশ।বল বাড়ানোর পাশাপাশি দুরন্ত ডিফেন্সে সকলের নজর কেড়েছিলেন এই ফুটবলার।।সার্ভীসেসের হয়ে সন্তোষ ট্রফিতেও নজরকাড়া ফুটবল খেলেছিলেন এই ফুটবলার।

Advertisements

গতমরশুমে রাউন্ডগ্লাস পঞ্জাব তেমন একটা ভালো ফুটবল খেলতে পারেনি। জয় পায় আট টা ম‍্যাচে,চারটি ড্র করে।লিগ টেবিলের পঞ্চম স্থানে শেষ করে তারা।