বিচারের দাবিতে ছেয়ে যাবে আকাশ, বিশ্বকর্মা পুজোয় উড়বে কালো ঘুড়ি!

এবার বিশ্বকর্মা পুজোর (RG Kar Justice demand in Vishwakarma Puja Day) দিন আকাশে কালো ঘুড়ি উড়িয়ে প্রতিবাদে নামতে চলেছে নাগরিক সমাজ। আরজি কর কাণ্ডে ন্যায়বিচার…

এবার বিশ্বকর্মা পুজোর (RG Kar Justice demand in Vishwakarma Puja Day) দিন আকাশে কালো ঘুড়ি উড়িয়ে প্রতিবাদে নামতে চলেছে নাগরিক সমাজ। আরজি কর কাণ্ডে ন্যায়বিচার চেয়ে ইতিমধ্যে পথে নেমেছে সাধারণ মানুষ। দফায় দফায় প্রতিবাদের মিছিলে যোগ দিয়েছে সকলে। আরজি করে ঘটনাটি ঘটার পরে ১৪ আগস্ট রাতে রাত দখলের ডাক দিয়েছিল মহিলারা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ত্রিবর্ণ পতাকা উড়িয়ে তীব্র প্রতিবাদ করেছিল তারা।

Advertisements

এরপর আগামীকাল অর্থাৎ ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর আবহে আকাশে কালো ঘুড়ি উড়িয়ে প্রতিবাদ করার সিদ্ধান্ত নেওয়া হল। প্রতি বছর ভাদ্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় বিশ্বকর্মা পুজো। পুরোনো সংস্কৃতি মেনে পুজোর দিন আকাশে ঘুড়ি ওড়াবার প্রচলন রয়েছে। এইবার উৎসবেই মিশে গেল প্রতিবাদের ভাষা। আজকাল স্মার্টফোনের যুগে আকাশে সেভাবে ঘুড়ির দেখা পাওয়া না গেলেও, আকাশে জাস্টিস ফর আরজি কর স্লোগান লিখে কালো ঘুড়ি ওড়াবার ডাক দিলো কলকাতা। এমন বেশ কয়েকটি পোস্ট চোখে পড়ল সমাজমাধ্যমে।

Advertisements

উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যারের ‘ইন্ডিয়া কাইটস’ নামক দোকানে ‘বিচার চাই’ লেখা ঘুড়ি ঝুলতে দেখে অনেকেই সেই ঘুড়ি বাড়িতে কিনে নিয়ে গেছেন। জানা গেছে প্রতিটি ঘুড়ির দাম ১৫ টাকা। বিভিন্ন সংস্থার তরফে এই ঘুড়ি বিতরণও করা হচ্ছে। কালো রঙের ঘুরিতে সাদা রঙ দিয়ে লেখা বিচারের দাবিতে চেয়ে যাবে গোটা আকাশ।