পানিপথ যুদ্ধে স্মৃতি উস্কে দিল তালিবান। নতুন মিলিটারি বিভাগ গঠন করেছে তারা। যার নাম রাখা হয়েছে ‘পানিপথ’ (Taliban Panipat Unit)।
শুক্রবার কাবুলভিত্তিক একটি সংবাদ মাধ্যমের ওয়েবসাইট জানানো হয়েছে, নতুন এই ইউনিটটি পাকিস্তান সীমান্তবর্তী দেশটির নানগারহার প্রদেশে মোতায়েন করা হবে। ইউনিটটির পুরো নাম – পানিপথ অপারেশনাল ইউনিট। সংবাদ মাধ্যম যে ছবি প্রকাশ করেছে, সেখানে দেখা গিয়েছে তালিবান জঙ্গিদের হাতে রয়েছে মার্কিন যক্তরাষ্ট্রে তৈরি হাতিয়ার।
পানিপথ ভারতের উত্তর হরিয়ানা রাজ্যে অবস্থিত একটি ঐতিহাসিক শহর। ১৭৬১ সালে যেখানে হয়েছিল রক্তক্ষয়ী যুদ্ধ। ইতিহাস যাকে মনে রেখেছে পানিপথের তৃতীয় যুদ্ধ হিসেবে। যুদ্ধে মারাঠা বাহিনী আফগানিস্তানের তৎকালীন শাসক আহমেদ শাহ আব্দালির কাছে পরাজিত হয়েছিল। মনে করা হয়, ৬০ হাজার -৭০ হাজার মানুষ যুদ্ধে নিহত হয়েছিলেন। বন্দী করা হয়েছিল বহু।
আফগানিস্থানে তালিবান অভ্যুত্থানের পর কূটনৈতিক মহলের নজরে ছিল ভারত। ধীরে চলো নীতি নিয়েছিল দিল্লী। উদ্বেগ বেড়েছিল বর্ডার এলাকা নিয়ে। কারণ তালিবান শাসিত আফগান ভূমে আগেই বন্ধুত্বের বার্তা পাঠিয়েছিল পাকিস্তান এবং চিন। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল, আফগানিস্তানে জঙ্গি গতিবিধির ওপর নজর রাখা হবে নিরন্তর।