গরমে নাজেহাল দশা। চাদিফাটা রোদের সঙ্গে অস্বাভাবিক ঘাম। এই সময় যতই হালকা-পাতলা পোশাক পরুন না কেন কিছু সময় পর তা ভিজে জবজবে! এমন বিরক্তিকর অবস্থায় জামাকাপড়ে অনেকসময় চাকা চাকা দাগ দেখা দিতে পারে। বিশেষ করে হালকা রঙের পোশাকে এই ধরণের দাগ বেশি প্রকট হয়ে ওঠে। অনেকসময় সেই কড়া দাগ তোলা ঝক্কির কাজ হয়ে দাঁড়ায়। এই দাগ তুলবেন কীভাবে রইল তারই সহজ কয়েকটি টিপস।
খাবার সোডা
সামান্য খাবার সোডা জলে গুলে একটা ঘন মিশ্রণ তৈরি করুন। ওই মিশ্রণটি দাগের উপর লাগিয়ে ঘণ্টা দুয়েক রেখে জল দিয়ে ধুয়ে নিন।
পাতিলেবুর রস
জলের সঙ্গে লেবুর রস মিশিয়ে ঘামের দাগের উপরে লাগিয়ে কিছুক্ষণ রাখুন। তারপর ভালো করে ঘষে নিলেই দাগ উঠে যাবে।
হাইড্রোজেন পারক্সাইড
সমপরিমাণ জল এবং হাইড্রোজেন পারক্সাইড নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার ঘামের দাগ হওয়া অংশটি ৩০ মিনিট ওই মিশ্রণে ভিজিয়ে রাখুন। পড়ে সাধারণ জলে ধুয়ে ফেলুন। তবে ভুলেও এই মিশ্রণ রঙিন জামাকাপড়ে লাগাবেন না।
নুন
গরম জলে সামান্য নুন মিশিয়ে দাগের উপর স্পঞ্জ করে ৫-৬ মিনিট রেখে ধুয়ে নিন।
অ্যাসপিরিন
অ্যাসপিরিন ট্যাবলেট থাকলে ২টো ট্যাবলেট গুঁড়ো করে আধ কাপ গরম জলের সঙ্গে গুলে নিন। জামাকাপড় ধোওয়ার মোটামুটি ২ ঘণ্টা আগে তা দাগের উপর লাগিয়ে রাখুন।