RBI: বিপদ সংকেত ? একাধিক ব্যাংক আর্থিক সংকটে, টাকা তোলায় বিধিনিষেধ

ভারতেও কি আর্থিক সংকটের কালো মেঘ বড় হয়ে দেখা দিল? এই প্রশ্ন জন্ম নিচ্ছে। প্রতিবেশি দেশ শ্রীলংকার আর্থিক দেউলিয়া হয়ে যাওয়ার মতো বিশ্বজোড়া ভয়ের সূত্রপাত…

Note Change: Big Update on 10 Rs, 100 Rs, 200 Rs, 500 Rs Notes – Key Changes Revealed by RBI

ভারতেও কি আর্থিক সংকটের কালো মেঘ বড় হয়ে দেখা দিল? এই প্রশ্ন জন্ম নিচ্ছে। প্রতিবেশি দেশ শ্রীলংকার আর্থিক দেউলিয়া হয়ে যাওয়ার মতো বিশ্বজোড়া ভয়ের সূত্রপাত ছিল ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়া। এবার ভারতে চারটি সমবায় ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি হয়েছে। পরিস্থিতি অনুসারে সেই ব্যাংকগুলি থেকে ইচ্ছে মতো টাকা তোলা যাবে না এমনই নির্দেশ দিয়েছে (RBI) রিজার্ভ ব্যাংক।

RBI: বিপদ সংকেত ? একাধিক ব্যাংক আর্থিক সংকটে, টাকা তোলায় বিধিনিষেধ

পিআইবি জানাচ্ছে, আর্থিক অবস্থার অবনতি হওয়ায় রিজার্ভ ব্যাংক চারটি সমবায় ব্যাংক থেকে টাকা তোলায় নিষেধাজ্ঞা জারি করেছে। ব্যাংক নিয়ন্ত্রণ আইন ১৯৪৯ অনুযায়ী আরবিআই জারি করা এই নিষেধাজ্ঞা আগামী ৬ মাস বহাল থাকবে।

Advertisements

রিজার্ভ ব্যাংকের নির্দেশ কার্যকরী হচ্ছে এই চারটি ব্যাংকে-মহারাষ্ট্রের সাঁইবাবা জনতা সাহাকারী ব্যাংক, পশ্চিমবঙ্গের সিউড়ি ফ্রেন্ডস্ কেন্দ্রীয় সমবায় ব্যাংক, উত্তরপ্রদেশের বিজনৌরের ইউনাইটেড ইন্ডিয়া কো অপারেটিভ ব্যাংক এবং বাহারাইচের ন্যাশনাল আর্বান কো অপারেটিভ ব্যাংক লিমিটেড

রিজার্ভ ব্যাংক বিধি নিষেধে বলা হয়েছে, সাঁইবাবা জনতা সাহাকারী ব্যাংক থেকে গ্রাহকরা ২০ হাজার টাকার বেশি এবং সিউড়ি ফ্রেন্ডস কেন্দ্রীয় সমবায় ব্যাংক থেকে কর্মীরা ৫০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না। নির্দেশিকায় বলা হয়েছে, বিজনৌরের সমবায় ব্যাংকের ক্ষেত্রে এই ঊর্ধ্বসীমা ১০ হাজার টাকা।