RBI: আরও বাড়ছে ইএমআই, বিপুল রেপো রেট বৃদ্ধির সিদ্ধান্ত

আরবিআই-এর নতুন সিদ্ধান্তে চিন্তায় পড়তে চলেছে সাধারণ মানুষ। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, আপনার ইএমআই ব্যয়বহুল হতে চলেছে। এই নিয়ে টানা দ্বিতীয় মাসে রেপো রেট বাড়ানোর…

RBI

আরবিআই-এর নতুন সিদ্ধান্তে চিন্তায় পড়তে চলেছে সাধারণ মানুষ। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, আপনার ইএমআই ব্যয়বহুল হতে চলেছে। এই নিয়ে টানা দ্বিতীয় মাসে রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিল আরবিআই।

আরবিআই রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪.৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৪.৯০ শতাংশ করেছে। আরবিআই-এর আর্থিক নীতি বৈঠকের পর এই ঘোষণা করেন গভর্নর শক্তিকান্ত দাস। অর্থাৎ, এক মাসে এখন রেপো রেট ৯০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। আরবিআই-এর এই সিদ্ধান্তের পর গৃহঋণ থেকে শুরু করে গাড়ি ঋণ ও শিক্ষা ঋণ, তা ব্যয়বহুল হতে চলেছে। সেই সঙ্গে যাঁরা ইতিমধ্যেই গৃহঋণ নিয়েছেন, তাঁদের ইএমআই আরও দামি হয়ে যাবে।

   

আর্থিক নীতি কমিটির তিন দিনের বৈঠকের পর রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আরবিআই গভর্নর। আরবিআই-এর মনিটারি পলিসি কমিটির বৈঠক শুরু হয়েছে ৬ জুন, আজই বৈঠকের শেষ দিন। প্রসঙ্গত, এপ্রিল মাসে কনজিউমার প্রাইস ইনডেক্সের হার ৭.৭৯ শতাংশ হয়েছে, যা ৮ বছরের মধ্যে সর্বোচ্চ, যার জেরে রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে আরবিআই-কে।

উল্লেখ্য, গত ৪ মে আরবিআই-ও রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪.৪০ শতাংশ করেছিল।