‘আমাকে নিষ্ঠুর পদ থেকে মুক্ত করুন,’ মুখ্যমন্ত্রীর কাছে আর্জি বিধায়কের

এবার দলেরই আমলাদের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রাজ্যের এক মন্ত্রী। জানা গিয়েছে, রাজস্থানের (Rajasthan) মুখ্যমন্ত্রী অশোক গেহলটের (Ashok Gahlot) ঘনিষ্ঠ একজন মন্ত্রী রাজ্যের…

এবার দলেরই আমলাদের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রাজ্যের এক মন্ত্রী। জানা গিয়েছে, রাজস্থানের (Rajasthan) মুখ্যমন্ত্রী অশোক গেহলটের (Ashok Gahlot) ঘনিষ্ঠ একজন মন্ত্রী রাজ্যের আমলাতন্ত্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং পদত্যাগ করতে চেয়েছেন।

Advertisements

এক টুইট বার্তায় রাজস্থানের মন্ত্রী অশোক চান্দনা গেহলটকে মন্ত্রিত্বের পদ থেকে অব্যাহতি দেওয়ার এবং গেহলটের প্রধান সচিব কুলদীপ রাঙ্কাকে সমস্ত বিভাগ দেওয়ার জন্য আবেদন করেছেন।
চান্দনা রাজস্থানের ক্রীড়া ও যুব বিষয়ক, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, উদ্যোক্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। তিনি টুইটে ক্ষোভপ্রকাশ করে লেখেন, ‘মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে আমার একটি ব্যক্তিগত অনুরোধ রয়েছে যে আমাকে এই মন্ত্রিত্বের পদ থেকে অব্যাহতি দেওয়া উচিত এবং আমার সমস্ত বিভাগের দায়িত্ব শ্রী কুলদীপ রাঙ্কজিকে দেওয়া উচিত, কারণ যাই হোক না কেন তিনি সমস্ত বিভাগের মন্ত্রী। ধন্যবাদ।’

   

বিধানসভায় দুঙ্গারপুরের প্রতিনিধিত্বকারী রাজ্যের যুব কংগ্রেস প্রধান মন্ত্রী ঘোগরা গত ১৮ মে পদত্যাগ করে বলেছিলেন যে শাসক দলের বিধায়ক হওয়া সত্ত্বেও তাকে উপেক্ষা করা হচ্ছে।