Rainfall: উত্তর থেকে দক্ষিণে টানা ঝড়-জলের পূর্বাভাস, হলুদ সতর্কতা জারি ১১ জেলায়

গত দুদিন ধরে বাংলায় দুর্যোগ চললেও আজ শুক্রবার সকাল থেকেই একদম রোদ ঝলমলে আকাশের দেখা মিলেছে। যদিও এখনই কিন্তু বৃষ্টির (Rainfall) হাত থেকে বাংলার মানুষের…

গত দুদিন ধরে বাংলায় দুর্যোগ চললেও আজ শুক্রবার সকাল থেকেই একদম রোদ ঝলমলে আকাশের দেখা মিলেছে। যদিও এখনই কিন্তু বৃষ্টির (Rainfall) হাত থেকে বাংলার মানুষের কোনও রেহাই নেই বলে সাফ সাফ জানিয়ে দেওয়া হল আলিপুর মৌসম ভবনের তরফে। এবার আরও বৃষ্টির পূর্বাভাস জারি করা হল বাংলায়।

Advertisements

দক্ষিণবঙ্গ তো রয়েইছেই এবার ভারী বৃষ্টির কবলে পরতে পারে উত্তরবঙ্গ। জানা গিয়েছে, এবার সেখানে ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে। বিগত দুদিন ধরে বৃষ্টির কারণে বাংলায় এখন বেশ ঠাণ্ডা আবহাওয়া রয়েছে। তবে এই ঠাণ্ডাও যে ক্ষণিকের তা জানাতে ভোলেননি আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা। এবার হু হু করে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে। যদিও আজ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলার ক্ষেত্রে ঝড়-বৃষ্টি নিয়ে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

   

Image

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে আজ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে দুই ২৪ পরগণা, কলকাতা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা। এই জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া বইবে।