ইসলাম বিদ্বেষী মন্তব্য বিজেপি মুখপাত্রের, আরব দুনিয়ার ভারতীয় পণ্য বয়কট শুরু

টেলিভিশন অনুষ্ঠানে বিজেপি মুখপাত্রের করা ইসলাম বিদ্বেষী মন্তব্যের নিন্দার ঝড় বিশ্ব জুড়ে। যদিও চাপে পড়ে তাদের সাসপেন্ড করেছে বিজেপি। তবে বিতর্কিত মন্তব্যের জেরে কাতার (qatar)…

qatar summons indian ambassador,

টেলিভিশন অনুষ্ঠানে বিজেপি মুখপাত্রের করা ইসলাম বিদ্বেষী মন্তব্যের নিন্দার ঝড় বিশ্ব জুড়ে। যদিও চাপে পড়ে তাদের সাসপেন্ড করেছে বিজেপি। তবে বিতর্কিত মন্তব্যের জেরে কাতার (qatar) এবং কুয়েতের ভারতীয় রাষ্ট্রদূতদের (indian ambassador) তলব করা হয়। ভারতের বিরুদ্ধে সোচ্চার হয়েছে ইরান। এমনকি দুই দেশের তরফে জিনিসপত্র বয়কট শুরু হয়েছে।

কাতার সরকারের দাবি, এধরনের ইসলামোফোবিক মন্তব্যে কোনও শাস্তি না দিলে মানবধিকার সুরক্ষার জন্য আগামী দিনে বিপদ আনতে পারে। হিংসা এবং বিদ্বেষ ছড়াতে পারে৷ একই দাবি তোলা হয়েছে কুয়েতের তরফে।

কাতার সফরে রয়েছেন ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। তাঁরই উপস্থিতিতে কাতারের তীব্র প্রতিক্রিয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কাতারের ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, এটা কোনও ভাবেই ভারত সরকারের মনোভাবের প্রতিফলন নয়। ভারত সরকার বৈচিত্রের মধ্যে ঐক্যের সাংস্কৃতিক পরম্পরা অনুযায়ী, সমস্ত ধর্মকেই সর্বোচ্চ সম্মান দেয়। এ সব কিছু উটকো লোকের কাজ। তাদের বিরুদ্ধে আমাদের সবার এক হয়ে কাজ করতে হবে।

গত সপ্তাহে একটি টিভি শোতে হজরত মহম্মদ কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিজেপি মুখপাত্র নুপুর শর্মা এবং নবীন জিন্দাল। পরে দুই জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে বিজেপি। দুই জনকে সাসপেণ্ড করা হয়েছে। এমনকি মামলা দায়ের করা হয়েছে। দলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার পরেই নিজেদের মন্তব্য ফিরিয়ে নিয়েছেন দু’জন।

তবে এও অভিযোগ, নরেন্দ্র মোদীর আমলে বারবার মুসলিম সম্প্রদায়ের উপর হামলা হয়েছে। হিন্দুত্ববাদী সংঘ পরিবারের রাজনৈতিক শাখা বিজেপির অবস্থান নিয়ে প্রবল বিতর্ক ভারত ও আন্তর্জাতিক মহলে।