Ukraine War: তুরস্কে আলোচনা সফল! জোরদার হচ্ছে পুতিন-জেলেনস্কির বৈঠকের জল্পনা

পরিস্থিতি কি তবে শান্তির দিকে এগোবে? মঙ্গলবার তুরস্কে দুই দেশের আলোচনার পর জল সেদিকেই গড়াচ্ছে বলে মনে করা হচ্ছে। Advertisements ইউক্রেনের শীর্ষ আলোচক বলেছেন, তুরস্কে…

পরিস্থিতি কি তবে শান্তির দিকে এগোবে? মঙ্গলবার তুরস্কে দুই দেশের আলোচনার পর জল সেদিকেই গড়াচ্ছে বলে মনে করা হচ্ছে।

Advertisements

ইউক্রেনের শীর্ষ আলোচক বলেছেন, তুরস্কে মঙ্গলবার যে আলোচনা সভা হয়েছে, তাতে যথেষ্ট অগ্রগতি হয়েছে। এরপর দুই দেশের রাষ্ট্রপতির মধ্যে বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। ইউক্রেনের আলোচক ডেভিড আরাখামিয়া বলেছেন, “আজকের বৈঠকের ফলাফল নেতাদের বৈঠকের জন্য যথেষ্ট।”

   

রাশিয়া ইউক্রেন আক্রমণ করার এক মাসেরও বেশি সময় কেটে গিয়েছে। তারপর থেকে ইউক্রেনে শান্তি ফেরাতে একাধিক আলোচনা হয়েছে। কিন্তু কোনও ফল হয়নি। মঙ্গলবার তুরস্কের শহর ইস্তাম্বুলে শান্তি আলোচনায় ইউক্রেনের প্রতিনিধিদের সাথে ফের রাশিয়ার প্রতিনিধিদের বৈঠক হয়। এবারের আলোচন “অর্থপূর্ণ” বলে জানিয়েছেন একজন রাশিয়ান আলোচক। আলোচনায় যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনীয় অঞ্চলের মানবিক পরিস্থিতির পাশাপাশি অন্যান্য অনেক বিষয় নিযে আলোচনা হয়। সেগুলির মধ্যে ইউক্রেনকে একটি নিরপেক্ষ রাষ্ট্র করার জন্য রাশিয়ার দাবির কথাও তোলা হয়।

এদিকে ইউক্রেন একটি আন্তর্জাতিক চুক্তির আহ্বান জানিয়েছে। এর অধীনে অন্যান্য দেশ তার নিরাপত্তার নিশ্চয়তা দেবে। ইউক্রেনের আলোচক ডেভিড আরাখামিয়া সাংবাদিকদের বলেছেন, এই গ্যারান্ট ন্যাটোর আর্টিকেল 5 এর সাথে সাদৃশ্যপূর্ণ হওয়া উচিত। এই আর্টিকেল অনুয়াযী জোট সদস্যদের একে অপরকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়।