ঠান্ডা মাথার প্রাক্তন কেজিবি গুপ্তচর ও বর্তমান রুশ প্রেসিডেন্ট পুতিন ভেঙে দিলেন ইউক্রেন। সাবেক সোভিয়েত ইউনিয়নের অঙ্গরাজ্য ইউক্রেনের বড় অংশ এখন রাশিয়ার দখলে। ঘটনায় বিশ্ব জুড়ে প্রবল শোরগোল। ক্রমাগত পতন হচ্ছে একের পর এক আন্তর্জাতিক শেয়ার বাজারের সূচক।
এদিকে ইউক্রেনের যে দুটি রাজ্যকে রাশিয়া নিজের দখলে নিয়েছে সেখানে রুশ বাহিনীকে মোতায়েন রাখার নির্দেশ দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
স্তম্ভিত আন্তর্জাতিক মহল। রাষ্ট্রসংঘ কড়া নিন্দা জানিয়েছে। তবে পুতিন অনড়। রাশিয়া লাগোয়া পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত বিচ্ছিন্ন দুই অঞ্চলকে রাশিয়ার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন।
রয়টার্স জানাচ্ছে,পূর্ব ইউক্রেনের দোনেতস্ক এবং লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কয়েক ঘণ্টা পর সেখানে রুশ সেনা মোতায়েনের নির্দেশ দেন ভ্লাদিমির পুতিন। মূলত এই দুই অঞ্চলে ‘শান্তি নিশ্চিত’ করতে রুশ সেনাদের নির্দেশ দিয়েছেন তিনি।
বিবৃতিতে রুশ সরকার জানায়, পূর্ব ইউক্রেনের দুই রুশপন্থী অঞ্চলকে স্বাধীন হিসাবে ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের কথা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও জার্মান চ্যান্সেলার ওলাফ শলৎসকে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। কিন্তু দুই দেশের প্রধান তীব্র অসম্মতি প্রকাশ করেছেন।
পুতিন বলেন, ‘আধুনিক ইউরোপের সম্পূর্ণ রূপকার শুধু রাশিয়াই।’