Ukraine War: পরমাণু অস্ত্র ইউনিটকে সক্রিয় করে আলোচনায় রাশিয়া, প্রস্তুত ইউক্রেন

যুদ্ধ নাকি আত্মসমর্পণ এই প্রশ্ন রেখেই ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসছে রাশিয়া। এই প্রশ্ন রেখেই ইউক্রেন সরকারের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া। ইউক্রেনের উপ স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত…

Ukraine War: পরমাণু অস্ত্র ইউনিটকে সক্রিয় করে আলোচনায় রাশিয়া, প্রস্তুত ইউক্রেন

যুদ্ধ নাকি আত্মসমর্পণ এই প্রশ্ন রেখেই ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসছে রাশিয়া। এই প্রশ্ন রেখেই ইউক্রেন সরকারের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া। ইউক্রেনের উপ স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ও রুশ সংবাদ সংস্থা তাস এই তথ্য জানিয়েছে।(Ukraine War)

বিবিসির খবর, গত সপ্তাহে ইউক্রেনের মাটিতে রাশিয়ার সেনা অভিযান শুরুর পর এটি হবে দুই পক্ষের মধ্যে প্রথম আলোচনা। দুই দেশের প্রতিনিধিরা বেলারুশের সীমাম্তে বৈঠক করবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর আলোচনার পর এই সিদ্ধান্ত চূডান্ত হয়েছে।

Ukraine War: পরমাণু অস্ত্র ইউনিটকে সক্রিয় করে আলোচনায় রাশিয়া, প্রস্তুত ইউক্রেন

আলজাজিরা জানাচ্ছে, ইউক্রেনে হামলায় রাশিয়ার সঙ্গে একইপক্ষে আছে বেলারুশ। আর ইউক্রেনের পাশে ইউরোপীয়ান ইউনিয়ন সহ রাষ্ট্রসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র ও সহযোগী দেশগুলি।

এদিকে বৈঠকের আগে দেশের পরমানু অস্ত্র ইউনিটগুলিকে সক্রিয় থাকতে নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এই ধরণের নির্দেশ রুশ প্রতিরক্ষা বিভাগের সর্বচ্চো নির্দেশ বলে চিহ্নিত হয়। পুতিন কেন এমন নির্দেশ দিলেন তার জন্য বিতর্ক তীব্র।

Advertisements

বিবিসি জানাচ্ছে, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে টেলিফোনে আলোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেন জুড়ে যুদ্ধের পরবর্তী ২৪ ঘণ্টা দেশটির জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ব্রিটেন সরকারের তরফে রাশিয়ার আক্রমণের মুখে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির নেতৃত্বের প্রশংসা করা হয়। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আশ্বাস দিয়েছেন যে, মিত্রদের কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম যাতে ইউক্রেনে পৌঁছায় তার জন্য সব ধরণের ব্যবস্থা নেবেন তিনি।