Srilanka Crisis: জ্বলছে লঙ্কা, সাংসদ-মেয়রের বাড়িতে আগুন ধরাল বিক্ষোভকারীরা

প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন মাহিন্দা রাজাপাকসে। আর এরপরেই বিক্ষোভের আগুন যেন আরো ঘি পড়েছে। কার্যত জ্বলছে শ্রীলঙ্কা। অভিযোগ, বিক্ষোভকারীরা সোমবার শ্রীলঙ্কার একজন আইনপ্রণেতা ও একজন প্রাক্তন মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও বিদ্যুৎ গতিতে ভাইরাল হচ্ছে।

জানা গিয়েছে, এদিন প্রাক্তন মন্ত্রী জনসন ফার্নান্দোর মাউন্ট লাভিনিয়ার বাসভবন এবং সাংসদ সনথ নিশান্তার বাড়িতে বিক্ষোভকারীরা হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, ধোঁয়ার কুণ্ডলী বাতাসে ভরে যাচ্ছে।

   

সোমবার কারফিউ-বেষ্টিত দ্বীপজুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সমর্থকদের লক্ষ্য করে হামলা চালায়। উল্লেখ্য, আর্থিক সংকটের মাঝেই সোমবার  তিনি তাঁর পদত্যাগপত্র তুলে দেন শ্রীলঙ্কার প্রেসিডেন্টের হাতে। বর্তমানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের তিনি বড় দাদা। 

এদিকে প্রধানমন্ত্রীর ইস্তফার আগের দিন এদিন সরকার পক্ষের সমর্থকদের সঙ্গে বিরোধীদের প্রবল সংঘর্ষ শুরু হয়। এদিনের এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন শাসক দলের সাংসদ অমরকীর্তি আতুকোরালা। জানা গিয়েছে, এদিন সাংসদ যখন গাড়ি চড়ে যাচ্ছিলেন সে সময় নিতামবুয়া অঞ্চলে বিক্ষুব্ধ জনতা সাংসদের গাড়ি আটকায়। এ সময় সাংসদ গাড়ির ভেতর থেকেই গুলি চালালে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়।

গুরুতর জখম হয় অপর একজন। এরপরে বিক্ষুব্ধ জনতা সাংসদকে তাড়া করেন। প্রাণ বাঁচাতে সাংসদ একটি বাড়িতে আশ্রয় নেন। কিন্তু ওই বাড়ির বাইরে বিপুল জনতা চিৎকার করতে শুরু করে। এরপর অমরকীর্তি নিজেই মাথায় বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা করেন বলে খবর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন