INC: অধীরকে বিদায় জানিয়ে সম্ভাব্য প্রদেশ কংগ্রেস সভাপতি দেবপ্রসাদ রায়

বিধানভবন সরগরম। প্রদেশ কংগ্রেস (Pradesh Congress) সভাপতি পদ থেকে সরানো হচ্ছে অধীর চৌধুরীকে। নতুন সভাপতি উত্তরবঙ্গ থেকে হচ্ছেন বলেই খবর। সেক্ষেত্রে উঠে আসছে গান্ধী পরিবার…

West Bengal Pradesh Congress President Devprasad Roy

বিধানভবন সরগরম। প্রদেশ কংগ্রেস (Pradesh Congress) সভাপতি পদ থেকে সরানো হচ্ছে অধীর চৌধুরীকে। নতুন সভাপতি উত্তরবঙ্গ থেকে হচ্ছেন বলেই খবর। সেক্ষেত্রে উঠে আসছে গান্ধী পরিবার ঘনিষ্ঠ দেবপ্রসাদ রায় (মিঠু) (Devprasad Roy) নামটি। তিনি আলিপুরদুয়ারের নেতা।

বিধানসভা ভোটে সিপিআইএমের সঙ্গে সংযুক্ত মোর্চার জোটে গিয়ে বিরাট বিপর্যয় ঘটেছে প্রদেশ কংগ্রেসের। একটিও আসন নেই বি়ধানসভায়। এই অবস্থায় তৃণমূল কংগ্রেসকে ফের কাছে পেতে মরিয়া কংগ্রেস। যেমনটা হয়েছিল ২০১১ সালে। টিএমসি ও কংগ্রেস জোট সরকার ক্ষমতায় আসার সময়। পরে সেই জোট ভাঙে।

জোট ভাঙার পর বামেদের সঙ্গে নতুন জোটে গিয়েও সাংগঠনিক ক্ষেত্রেও চরম দুর্বলতা কংগ্রেসের। এই অবস্থায় পকপর বদল হয় প্রদেশ কংগ্রেস সভাপতির পদ। আব্দুল মান্নান কে সরিয়ে অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়।

এবার দায়িত্বপদ থেকে অধীর রঞ্জন চৌধুরীকে সরানোর প্রক্রিয়া শুরু করল কংগ্রেস। সেই জায়গায় আনা হতে পারে দেবপ্রসাদ রায়কে। শোনা যাচ্ছে, দুই তিন দিনের মধ্যেই ঘোষণা করা হতে পারে।

বিধানসভা নির্বাচনের খরা কাটাতে পশ্চিমবঙ্গ কংগ্রেসে শুরু হয়েছে ‘নব সংকল্প শিবির’। সেই শিবিরে এআইসিসির পর্যবেক্ষক হিসাবে উপস্থিত হয়েছেন এ চেল্লাকুমার। জেলার নেতাদের কাছ থেকে একাধিক অভিযোগ জানছেন তিনি। তাঁর রিপোর্ট দিল্লির নেতাদের হাতে পৌঁছাতেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে অধীর চৌধুরীকে লোকসভায় দলনেতা থেকে সরাচ্ছে না কংগ্রেস।

কংগ্রেস সূত্রে খবর, ২০২৪ এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নিতে চাইছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। শোনা যাচ্ছে, বাংলায় এমন একজনকে তাঁরা খুজছিলেন যার বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে সখ্যতা রয়েছে।