Bihar: বৃহস্পতির বার বেলায় নতুন দল ঘোষণা প্রশান্ত কিশোরের

Prashant Kishor

রাজনীতিতে দ্বিতীয় ইনিংস শুরু করে এখন বিশেষ আকর্ষণ। বৃহস্পতিরবার পাটনায় সাংবাদিক বৈঠক করে নতুন দলের সুচনা করবেন তিনি। ভোট কুশলীর তকমা সরিয়ে একেবারে রাজনীতির ময়দানে পিকে।

সোমবারই ট্যুইট করেছিলেন জন সুরাজ নাম নিয়ে। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা।

   

সোমবার ট্যুইট করে প্রশান্ত কিশোর লেখেন গণতন্ত্রের তাৎপর্যপূর্ণ অংশ হয়ে ওঠার পথে আমার যে অন্বেষণ, তা ১০ বছর ধরে চলল। তবে এ বার সরাসরি ‘প্রকৃত ঈশ্বর’ অর্থাৎ জনতা জনার্দনের দরবারে যাওয়ার সময় এসেছে। গণতন্ত্রকে আরও কাছ থেকে বোঝার সময় এসেছে। শুরু বিহার থেকেই।

রাজনীতির দ্বিতীয় ইনিংসে বিহারকে বেছে নিলেন তিনি। বিহারের রাজনৈতিক মহলে গুঞ্জন, ২০১৮ সালে মহাজোটের সঙ্গে থেকে জেডিইউকে ক্ষমতায় এনেছিলেন প্রশান্ত কিশোর। পরিবর্তে তাঁকে দলের সর্বভারতীয় সহ-সভাপতি পদে বসান নীতিশ কুমার৷ কিন্তু এনডিএ শিবিরের বাইরে গিয়েও অবিরাম কাজ চালিয়ে গেছেন তিনি৷ তবে বিহারে যে ক্যাম্পেন তিনি চালিয়েছেন তাতে অনেকটা ইতিবাচক ফলাফলের জন্য আশাবাদী৷

সূত্রের খবর, দু’দিন পাটনায় থেকে একাধিক দলের শীর্ষ নেতৃত্বদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন তিনি। রাত পোহালেই নতুন দল গঠন করে দ্বিতীয় ইনিংসের শুভ সুচনা করবেন৷

শোনা যাচ্ছে, জন সুরাজ অর্থাৎ মানুষের সুশাসন এর কথা উল্লেখ থাকবে তাঁর নতুন দলে৷ যুব সমাজকে সামনে রেখেই বিহারের মাটিতে কাজ শুরু প্রশান্তের।

তবে প্রশান্তের রাজনৈতিক কামব্যাককে বিশেষ গুরুত্ব দিতে নারাজ নীতীশ কুমার এবং তেজস্বী যাদব৷ বিহারে টলমল সরকার নিয়েও বিশেষ চিন্তিত নয় বিজেপি। কিন্তু জাতীয় স্তরে প্রশান্ত কিশোরের ভূমিকা হাড়ে হাড়ে টের পাচ্ছে গেরুয়া শিবির।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন