
এর আগেই এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ছেড়েছিল প্রবীর দাস (Prabir Das)। কিন্তু তার পরবর্তী গন্তব্য কোথায় হতে চলেছে তা স্পষ্ট ছিলো না এতোদিন।অবশেষে বছর তিনেকের চুক্তি’তে তিনি যোগদান করলেন বেঙ্গালুরু এফসি’তে।

সোমবার এই খবর নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দেয় সংশ্লিষ্ট ক্লাব।আশিক কুরুনিয়নের ক্লাব ছাড়ার পর জোর জল্পনা শুরু হয় বেঙ্গালুরু’তে যোগদান করবেন প্রবীর।একাধিক পজিশনে খেলতে পারেন প্রবীর,উইং ব্যাকের পাশাপাশি খেলতে পারেন মিডফিল্ড পজিশনে।
বর্তমানে ভারতের ফুটবলের তারকা বঙ্গসন্তান’কে পেয়ে দারুণ খুশি তার ক্লাব।এবার বেঙ্গালুরু খেলতে নামবে নতুন কোচ সাইমন গ্রেসনের কোচিংয়ে,নতুন ক্লাব, নতুন কোচের সহচার্যে কিভাবে নিজেকে মেলে ধরেন প্রবীর,এখন সেটাই দেখার বিষয়।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন









