Homosexuality: পোপ বললেন সমকামিতা অপরাধ নয়, গোঁড়াপন্থীদের মাথায় বজ্রাঘাত

তিনি সমকামীদের (LGBTQ) অধিকার নিয়ে মুখ খুলেছেন।  খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস সবাই ঈশ্বরের সন্তান। তাই সমকামিতা (homosexuality) অপরাধ হতে পারে না।

homosexuality

রক্ষণশীল খ্রিষ্টানদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বহু পুরনো ধ্যানধারণায় আঘাত করে বসলেন খোদ ক্যাথলিক খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান পোপ (Pope Francis)। তিনি সমকামীদের (LGBTQ) অধিকার নিয়ে মুখ খুলেছেন।  খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস সবাই ঈশ্বরের সন্তান। তাই সমকামিতা (homosexuality) অপরাধ হতে পারে না।

পোপের মন্তব্যে বিশ্বজোড়া আলোড়ন। পোপ ফ্রান্সিস সমস্ত বিশপদের প্রতি সমকামী অধিকার রক্ষায় আহ্বান জানিয়েছেন। সংবাদ সংস্থা এপি তাঁর একটি সাক্ষাতকার প্রকাশ করেছে। পোপ বলেছেন, অনেক জায়গায় আইনের মাধ্যমে সমকামিতাকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়। এটা মোটেও ন্যায্য নয়। তিনি বলছেন, ঈশ্বর তাঁর প্রত্যেক সন্তানকেই ভালোবাসেন। তাই সমকামিতা কোনওভাবেই অপরাধ হতে পারে না।

মানবাধিকার সংগঠনগুলির হিসেবে বলা হয়েছে, ৬৭টি দেশে আইন করে সমকামিতা নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে ১১টি দেশে সমকামিতার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

গোঁড়া খ্রিষ্টিয় সমাজে সমকামিতা অপরাধ। আবার খ্রিস্টধর্ম প্রধান দেশগুলিতে সমকামিতার পক্ষে বিরাট প্রচার চলছে। এই বিতর্ক তীব্র হয় সম্প্রতি হয়ে যাওয়া কাতার বিশ্বকাপ আসরে। একাধিক দলের ফুটবলাররা সমকামিতার পক্ষে তিন রঙা আর্ম ব্যান্ড পরে প্রচার চালান। ইসলামেও সমকামিকাতে অপরাধ বলে চিহ্নিত করা হয়। সে কারণে কাতার সরকার এমন কোনও প্রচার নিষিদ্ধ করেছিল বিশ্বকাপ আসরে। শুধু খ্রিষ্টান বা ইসলাম নয়, অন্যান্য ধর্মের রক্ষণশীলরা সমকামিতাকে অপরাধ বলে থাকেন।