এবার লরি থেকে উদ্ধার নগদ ৮ কোটি টাকা, দেখুন ভিডিও

ঝাড়খণ্ডের পর এবার অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) উদ্ধার হল রাশি রাশি নোট। জানা গিয়েছে, লোকসভা ভোটের আবহে এনটিআর জেলা পুলিশ এনটিআর জেলার গারিকাপাড়ু চেকপোস্টে নগদ ৮…

এবার লরি থেকে উদ্ধার নগদ ৮ কোটি টাকা, দেখুন ভিডিও

ঝাড়খণ্ডের পর এবার অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) উদ্ধার হল রাশি রাশি নোট। জানা গিয়েছে, লোকসভা ভোটের আবহে এনটিআর জেলা পুলিশ এনটিআর জেলার গারিকাপাড়ু চেকপোস্টে নগদ ৮ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। একটি পাইপ বোঝাই লরি থেকে এই টাকা পাওয়া গেছে এবং ইতিমধ্যে দু’জনকে আটক করা হয়েছে।

জগগাইয়াপেটের সার্কেল ইন্সপেক্টর চন্দ্রশেখর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘উদ্ধার হওয়া টাকা হায়দরাবাদ থেকে গুন্টুরে নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা এই অর্থ জেলা যাচাই-বাছাই দলকে হস্তান্তর করব। এরপর নির্বাচন কমিশনের আধিকারিক এবং ফ্লাইং স্কোয়াডের দল পরবর্তী যা ব্যবস্থা নেওয়ার নেবে।’ 

 

 

Advertisements

এই সংবাদটি সবেমাত্র এসেছে এবং আপনি এটি kolkata24x7.in এ পড়ছেন। যেমন তথ্য প্রাপ্ত হচ্ছে, আমরা এটি আপডেট করছি। আরও ভাল অভিজ্ঞতার জন্য আপনি এই সংবাদটি রিফ্রেশ করুন, যাতে আপনি অবিলম্বে সমস্ত আপডেটগুলি পেতে পারেন। আমাদের সাথে থাকুন এবং প্রতিটি সঠিক সংবাদ পান প্রথমে কেবল kolkata24x7.in এ ।