‘PoK নিজেই বলবে, আমি ভারত’,মরক্কো থেকে দৃঢ় বার্তা রাজনাথের

মরোক্কো: মরক্কোর রাবাতে সোমবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে আলাপচারিতায় পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (PoK) নিয়ে আশাব্যঞ্জক বার্তা দিলেন। মন্ত্রী জানান, PoK কোনও আক্রমণ ছাড়াই…

PoK will come to India

মরোক্কো: মরক্কোর রাবাতে সোমবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে আলাপচারিতায় পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (PoK) নিয়ে আশাব্যঞ্জক বার্তা দিলেন। মন্ত্রী জানান, PoK কোনও আক্রমণ ছাড়াই আমাদেরই হবে, কারণ সেই অঞ্চলের মানুষ স্বাধীনতা চাইছে৷

রাজনাথ বলেন, “PoK নিজেই আমাদের দিকে আসবে। ইতিমধ্যেই স্লোগান ওঠা শুরু হয়েছে—‘আমরা চাই স্বাধীনতা’। পাঁচ বছর আগে কাশ্মীর উপত্যকায় সেনাদের উদ্দেশে আমি বলেছিলাম, আমরা আক্রমণ করে PoK দখল করতে যাব না। PoK বলবে, ‘ম্যয় ভি ভারত হু’। সেই দিন আসবেই।”

   

প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্য এমন সময় এসেছে, যখন অপারেশন সিঁদুর-এর সময় কেন্দ্রের ‘সিজফায়ার’-এর জেরে PoK দখলের সুযোগ হারানোর অভিযোগ উঠেছে। বিরোধী নেতারা দাবি করেছেন, পাকিস্তানি জেট বিধ্বস্ত হওয়া সত্ত্বেও ভারত সুযোগ নেয়নি।

মরক্কো সফর ও প্রতিরক্ষা ক্ষেত্রে উদ্যোগ

উল্লেখ্য, রাজনাথ সিং মরক্কোতে দুই দিনের সরকারি সফরে গিয়েছেন। সেখানে তিনি Tata Advanced Systems-এর Wheeled Armoured Platform (WhAP) 8×8 উৎপাদন কেন্দ্র উদ্বোধন করবেন। এটি আফ্রিকায় প্রথম ভারতীয় প্রতিরক্ষা উৎপাদন ইউনিট, যা ভারতের প্রতিরক্ষা শিল্পের গ্লোবাল উপস্থিতিকে শক্তিশালী করবে।

Advertisements

প্রতিরক্ষামন্ত্রী বলেন, “এই কেন্দ্র শুধু প্রযুক্তি ও উৎপাদনের জন্য নয়, এটি ভারতের ক্ষমতা ও আত্মনির্ভরতার প্রতীক। আমাদের প্রতিরক্ষা শিল্প এখন বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় পৌঁছচ্ছে।”

MoU চুক্তি সাক্ষরিত হতে পারে PoK will come to India

সফরের অংশ হিসেবে তিনি মরক্কোর প্রতিরক্ষা মন্ত্রী আবদেলতিফ লৌদিয়ি-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। এ সময় প্রতিরক্ষা সহযোগিতার MoU-তে স্বাক্ষর করার আশা করা হচ্ছে। নতুন চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে প্রশিক্ষণ, শিল্প সংযোগ এবং যৌথ উদ্যোগ আরও দৃঢ় হবে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় নৌবাহিনী কাসাব্লাঙ্কায় নিয়মিত পোর্ট কল করেছে এবং এই চুক্তি সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

রাজনাথ সিং-এর বার্তা স্পষ্ট—PoK হবে ভারতেরই, এবং তার পেছনে রয়েছে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও মানুষ-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, যা প্রতিটি ভারতীয়ের আত্মবিশ্বাস বাড়াবে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News