একা ঘুরতে ভালোবাসেন? রইল বাংলার কয়েকটি সেরা ঠিকানা

বাঙালি মানেই পায়ের তলায় সর্ষে। ভ্রমণপিপাসুদের মধ্যে অনেকেই দল বেঁধে কোথাও ঘুরতে যেতে পছন্দ করেন না। একা বেড়াতে অনেকেই পছন্দ করে। কিন্তু সব জায়গায় আবার…

বাঙালি মানেই পায়ের তলায় সর্ষে। ভ্রমণপিপাসুদের মধ্যে অনেকেই দল বেঁধে কোথাও ঘুরতে যেতে পছন্দ করেন না। একা বেড়াতে অনেকেই পছন্দ করে। কিন্তু সব জায়গায় আবার একা বেড়ানো যায় না। কখনও পকেট সঙ্গ দেয় না, আবার কখনও পরিবেশ। আজ তাই এমন কয়েকটি জায়গার কথা রইল যেখানে আপনি চোখ বন্ধ করে একা বেড়াতে যেতে পারেন। এই সব জায়গাগুলি পকেট ফ্রেন্ডলি এবং একা বেড়ানোর পক্ষেও আদর্শ।

দার্জিলিং
দার্জিলিং পর্যটকদের জন্য বেশ নিরাপদ। তবে রাত ৮ টা থেকে ৯ টার মধ্যে দার্জিলিং শাটার ডাউন করে দেয়। দার্জিলিংয়ে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। সুর্যোদয়ের সঙ্গে উপভোগ করুন শৈলরানিকে। দার্জিলিং থেকে ভোরের কাঞ্চনজঙ্ঘার এক অপূর্ব দৃশ্য।
কীভাবে যাবেন
হাওড়া বা শিয়ালদহ থেকে ট্রেনে এনজেপি। এছাড়া বাগডোগরা পর্যন্ত বিমানেও যেতে পারেন। তারপর সেখান থেকে গাড়িতে দার্জিলিং। এনজেপি স্টেশনের বাইরে শেয়ার গাড়ি পাওয়া যায়।
কী দেখবেন
দার্জিলিংয়ে হোটেলের অভাব নেই। তবে সমস্যা এড়াতে আগে থেকে বুক করে যাওয়াই ভালো।

   

বারামাংওয়া খামারবাড়ি
বারামংওয়া ফার্মহাউস সেই সমস্ত ভ্রমণকারীদের জন্য আদর্শ যারা প্রকৃতির মাঝে সম্পূর্ণ শান্তি চান। রুমে কোন টেলিভিশন নেই কিন্তু এখানকার ফার্মহাউজের রুম এত সুন্দর যে পাহাড়ের দৃশ্য আপনাকে মোহিত করবে। এখানকার পাহাড়ি সৌন্দর্য শহরের কোলাহল আপনাকে কয়েকদিন ভুলিয়ে রাখবে।
কীভাবে যাবেন
কলকাতা থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশন বা বিমানে বাগডোগরা বিমানবন্দর। ফার্মহাউজ থেকে আপনি গাড়ি পাঠানোর জন্য অনুরোধ করতে পারেন।

শান্তিনিকেতন
শান্তিনিকেতন কবিগুরুর জায়গা। রবীন্দ্র সংস্কৃতি এখানে হাওয়ায়। এছাড়া এখানকার সোনাঝুরির বন আর বাউলের মেলা আলাদা আকর্ষণ।
কীভাবে যাবেন
কলকাতা থেকে ট্রেনে বোলপুর। সেখান থেকে টোটো বা গাড়িতে শান্তিনিকেতন।
কোথায় থাকবেন
শান্তিনিকেতনে থাকার জায়গা প্রচুর। থাকার জন্য একটি নামী রিসোর্ট বা সরকারি মালিকানাধীন লজ বেছে নিন। তবে শনিবার বা রবিবার গেলে একটু আগে থেকে বুক করতে হবে। শনিবার বসে খোয়াই হাট। এইদিন অনেক মানুষ কলকাতা থেকে শান্তিনিকেতন যান।

মন্দারমণি
পশ্চিমবঙ্গের সমস্ত সমুদ্র সৈকত গন্তব্যগুলির মধ্যে, মন্দারমণি একা ভ্রমণের জন্য আদর্শ। দিঘার মতো অসদাচরণকারী পর্যটক এখানে তেমন নেই।
কীভাবে যাবেন
কলকাতা থেকে বাসে যাওয়া যায় মন্দারমণি। অথবা চাউলখোলায় নেমে সেখান থেকে গাড়িতে মন্দারমণি। অনেক শেয়ার গাড়ি চাউলখোলায় পাওয়া যায়।
কোথায় থাকবেন
মন্দারমণিতে থাকার জন্য প্রচুর হোটেল রয়েছে। আগে থেকে বুক করে যান।