জল্পনায় জল ঢেলে তৃণমূলের বৈঠকে হাজির পিকে

pk seen at tmc meeting woth mamata banerjee

কলকাতা: তৃণমূলের রাজ্য কমিটির বর্ধিত বৈঠকে ঘাস ফুলের পতাকা হাতে তুলে নিয়েছেন জয়প্রকাশ মজুমদার। যিনি রাজ্য বিজেপির সহ-সভাপতি ছিলেন। ত্ণমযুলে যোগ দিতেই তাঁকে সমতুল পদ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নজরুল মঞ্চে আয়োজিত সেই বৈঠকে হাজির ছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর (PK) যা তৃণমূলের অন্দরের কোন্দল নিয়ে তৈরি হওয়া জল্পনায় জল ঢেলে দিল।

মাস খানেক আগে প্রশান্ত কিশোরকে নিয়ে জল্পনা তৈরি হয়। খবর আসে যে পিকের সংস্থা আইপ্যাকের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে মমতার। পুরভটের প্রার্থী তালিকার বিভ্রান্তি ঘিরে তা আরও জটিল আকার নেয়। দলের একাধিক নেতা সংবাদমাধ্যমের সামনে পিকের কীর্তি নিয়ে মুখ খোলেন। কেউ প্রশংসা করলেও অনেকেই সমালোচনা করেন। যা নিয়ে আইপ্যাকের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যায় তৃণমূল নেতৃত্বের একাংশের।

   

সেই নিয়ে তৈরি হয় ন্নাবিধ জল্পনা। প্রশান্ত কিশোরকে নিয়ে বিভক্ত হয়ে যায় দুই শিবির। অভিষেক বন্দ্যোপাধ্যায় পিকের পক্ষে থাকলেও অনেকেই মুখ খোলেন আইপ্যাকের ক্রিয়াকলাপের বিরুদ্ধে। যা নিয়ে তৈরি হয় জটিলতা। গত লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির পরে ঘুরে দাঁড়াতে পিকের স্মরণাপন্ন হয়েছিল তৃণমূল। আর সেই পরামর্শে বিধানসভা নির্বাচনে এসেছিল সাফল্য। আইপ্যাকের প্রধান প্রশান্ত কিশোরকে ভবানীপুরের ভোটার করা হয়।

কিন্তু বছর ঘুরতেই পরিস্থিতি বদলে যায়। যা নিয়ে অনেক জল্পনায় জন্ম নেয়। আর সেই সকল জল্পনায় জল ঢেলে দিল তৃণমূলের রাজ্য কমিটির মঙ্গলবারের বৈঠক। যেখানে মূল মঞ্চে হাজির ছিলেন প্রশান্ত কিশোর। আর তাঁর চেয়ার ছিল তৃণমূল সুপ্রিমো মমতার ঠিক পাশেই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন