Walmart : ওয়ালমার্ট গুঁড়িয়ে দেওয়ার হমকি, মার্কিন মুলুকে সতর্কতা

মার্কিন যুক্তরাষ্ট্রের (US) মিসিসিপির (Mississippi) ওয়েস্ট মেইনের একটি ওয়ালমার্ট স্টোরের (Walmart) ওপর রোষ৷ সেখান থেকেই হামলার হুমকি। ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে৷ ওয়ালমার্ট স্টোরে জারি কড়া নিরাপত্তা।

মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপির ওয়েস্ট মেইনের একটি ওয়ালমার্ট স্টোরে হামলার হুমকি দিয়েছে এক যুবক। এই হুমকি পাওয়ার পরেই টুপেলো পুলিশ ওয়ালমার্টের ডিপার্টমেন্ট স্টোর খালি করে দেয়। সাধারণ মানুষকে সেখানে থেকে সরে যাওয়ার জন্য বলা হয়েছে।গভর্নর তাতে রিভিস জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেছে৷ কোন আহতের খবর আসেনি৷

   

তিনি আরও বলেন, ধন্যবাদ সকলকে পরিস্থিতি উদ্বেগজনক হলেও কেউ আহত জনি। স্থানীয় মানুষ এবং সরকারেত তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিক অনুমান থেকে জানা যাচ্ছে ২৯ বছর বয়সী এক যুবক প্লেনটি চুরি করে। এরপর প্লেনটি ক্র্যাশ করার হুমকি দেয়  জানা যাচ্ছে, টুপেলো বিমানবন্দর থেকে এই বিচক্রাফ্ট কিং এয়ার ৯০ নামের ছোট বিমানটি নিয়েছে পাইলট। ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে৷

কী কারণে এত বড় ঘটনা ঘটল? এর সঙ্গে আর কারা জড়িত? এর পিছনে আর কারা জড়িত? খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। তবে ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা গেছে৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন