Bangladesh: গাছের মধ্যে ঢুকে গেল বাস, বাংলাদেশে মৃত কমপক্ষে ১০

বাসটা এত জোরে ধাক্কা মেরেছে যে গাছের গুঁড়ি ফাটিয়ে ঢুকে গেছে। ভয়াবহ পরিস্থিতি। এ ঘটনায় কমপক্ষে দশ জন নিহত। বাংলাদেশে (Bangladesh) সাম্প্রতিক ভয়াবহ সড়ক দুর্ঘটনাগুলির…

IMG 20220529 WA0006 Bangladesh: গাছের মধ্যে ঢুকে গেল বাস, বাংলাদেশে মৃত কমপক্ষে ১০

বাসটা এত জোরে ধাক্কা মেরেছে যে গাছের গুঁড়ি ফাটিয়ে ঢুকে গেছে। ভয়াবহ পরিস্থিতি। এ ঘটনায় কমপক্ষে দশ জন নিহত। বাংলাদেশে (Bangladesh) সাম্প্রতিক ভয়াবহ সড়ক দুর্ঘটনাগুলির একটি ঘটেছে বরিশালে।

রবিবার ভোরে এই দুর্ঘটনার মৃতদের তালিকায় আছে শিশু। জখম আরও জনা কুড়ি। কয়েকজন গুরুতর। রবিবার ভোরে বরিশালের উজিরপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে।

   

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে এই দুর্ঘটনার পর ফের নিয়ন্ত্রণহীন গতিতে বাস চলাচল নিয়ে প্রশ্ন উঠছে। এই একই ইস্যুতে বারবার ‘নিরাপদ সড়ক’ আন্দোলনে উত্তাল হয়েছে বাংলাদেশ।

বাসটি গাছে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে যায়। উজিরপুর থানার ওসি আলী জানান, বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়ার উদ্দেশে যা‌চ্ছিল। পথে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে, তাদের কারও নাম পরিচয় জানা যায়নি।

বরিশালের দমকল বিভাগ উদ্ধার কার্য পরিচালনা করছে। ধাক্কা মেরে বাসটি গাছের মধ্যে ঢুকে গেছে। দমকলকর্মীরা বাস কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।