Nepal: চার ভারতীয় সহ ২২ যাত্রী নিয়ে নিখোঁজ বিমান

চার ভারতীয় সহ ২২ যাত্রী নিয়ে মাঝ আকাশে বেপাত্তা হয়ে গেল একটি বিমান। নেপালে মাঝ আকাশে বেপাত্তা হয়েছে তাঁরা এয়ারের বিমানটি। যাত্রীদের মধ্যে ৪ জন…

Omicron: London flight will not land in Kolkata, Mamata decides

চার ভারতীয় সহ ২২ যাত্রী নিয়ে মাঝ আকাশে বেপাত্তা হয়ে গেল একটি বিমান। নেপালে মাঝ আকাশে বেপাত্তা হয়েছে তাঁরা এয়ারের বিমানটি। যাত্রীদের মধ্যে ৪ জন ভারতীয় রয়েছে বলে খবর। জমসন যাওয়ার পথে এই বিমানটি নিখোঁজ হয়ে যায়। ঘটনায় যথেষ্ট উদ্বেগ ছড়িয়েছে। 

এটিএস সূত্রে খবর, এই বিমানে ৩ জন জাপানের নাগরিকও রয়েছেন। তারা এয়ার ৯ এনএইটি টুইন ইঞ্জিনের বিমানটি রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত পোখরা নামক পর্যটন শহর থেকে উত্তর-পশ্চিমে প্রায় ৮০ কিলোমিটার দূরে জমসমের দিকে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে।

প্রধান জেলা কর্মকর্তা নেত্রা প্রসাদ শর্মা জানিয়েছেন, বিমানটিকে মুস্তাং জেলার জমসোমের আকাশে দেখা গিয়েছিল এবং তারপরে মাউন্ট ধৌলাগিরির দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, যার পরে এটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানটিতে ৪ জন ভারতীয় ও ৩ জন জাপানি নাগরিক ছিলেন। বাকিরা নেপালি নাগরিক এবং বিমানটিতে ক্রুসহ ২২ জন যাত্রী ছিল বলে খবর। পুলিশ জানিয়েছে, বিমানটি পার্বত্য মুস্তাং জেলার লেটের “টিটি” এলাকায় বিধ্বস্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। মুস্তাং-এর জেলা পুলিশ কার্যালয়ের ডিএসপি রাম কুমার দানি বলেন, “তিতি থেকে স্থানীয়রা ফোন করে আমাদের জানিয়েছে যে তারা একটি অস্বাভাবিক শব্দ শুনেছে যেন সেখানে কিছু ধাক্কা লেগেছে। আমরা তল্লাশি অভিযানের জন্য ওই এলাকায় একটি হেলিকপ্টার পাঠাচ্ছি”।