রক্তচাপ বাড়ায় প্যারাসিটামল, সতর্ক করলেন বিজ্ঞানীরা

জ্বরের ইঙ্গিত দেখলেই একটা প্যারাসিটামল মুখে পুরে দেওয়া আমাদের অভ্যাস। অনেকে আবার বলে প্যারাসিটামলে ক্ষতি কিছু নেই। এর নেই কোনও সাইড এফেক্ট। কিন্তু তা নয়।…

জ্বরের ইঙ্গিত দেখলেই একটা প্যারাসিটামল মুখে পুরে দেওয়া আমাদের অভ্যাস। অনেকে আবার বলে প্যারাসিটামলে ক্ষতি কিছু নেই। এর নেই কোনও সাইড এফেক্ট। কিন্তু তা নয়। সম্প্রতি একটি গবেষণায় প্রমাণ হয়েছে প্যারাসিটামলের লাগামছাড়া ব্যবহার ডেকে আনতে পারে বিপদ। উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো ঘটনা ঘটতে পারে প্যারাসিটামলের বহুল ব্যবহারে।

১১০ জন রোগীকে নিয়ে এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি সমীক্ষা চালিয়েছিলেন। তাঁদের প্রত্যেককেই দিনে চারটি প্যারাসিটামল দেওয়া হয়েছিল। চার দিনের মধ্যে তাঁদের রক্তচাপ বেড়ে যায়। ব্রিটেনে ১০ জনের মধ্যে একজন ব্যথার জন্য প্যারাসিটামল ব্যবহার করে। এই দেশেই তিনজনের একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডেভিড ওয়েব বলেছেন, “আমরা জানতাম প্যারাসিটামল নিরাপদ। কিন্তু তা নয়। তাই মানুষকে আমরা প্যারাসিটামল ব্যবহারে নিষেধ করছি। এই ড্রাগ ব্যবহার করলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। আমরা সুপারিশ করছি যে চিকিতসকরা প্যারাসিটামলের কম ডোজ প্রেসক্রাইব করুন। তারপর ধীরে ধীরে ডোজ বাড়ান। ব্যথা নিয়ন্ত্রণে প্রয়োজনের চেয়ে বেশি যেন না হয়।”

   

Advertisements

তিনি আরও বলেছেন, “প্যারাসিটামল দুই সপ্তাহের রক্তচাপ বাড়ায়। আমরা জানি উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকির কারণ। উচ্চ রক্তচাপ যদিও খুব সাধারণ। প্রাপ্তবয়স্কদের তিনজনের মধ্যে একজনের উচ্চ রক্তচাপ থাকে। বয়সের সাথে সাথে তা বৃদ্ধি পায়। অন্যদিকে প্যারাসিটামল খাওয়াও খুবই সাধারণ। অনেকে উচ্চ রক্তচাপ থাকলেও প্যারাসিটামল খাচ্ছেন। তাদের ক্ষেত্রে ক্ষতি করতে পারে প্যারাসিটামল।” তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, যাঁরা মাঝেমধ্যে প্যারাসিটামল ব্যবহার করেন, তাঁদের চিন্তার কোনও কারণ নেই।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News