Pakistan: ইমরানের চুরি হয়ে যাওয়া বাইক চালাচ্ছে খোদ পুলিশ

ফের শিরোনামে উঠে এল পাকিস্তান। বাইক চুরির ঘটনার পরের এক তথ্যকে ঘিরে শোরগোল পরে গিয়েছে পাকিস্তান জুড়ে। জানা গিয়েছে, আট বছর আগে পাকিস্তানে এক ব্যক্তির বাইক চুরি হয়েছিল। আট বছর পর তিনি গাড়ির কথা জানতে পারলেও সেই তথ্যই তাঁকে অবাক করে দেয়। পুরো ঘটনাটি ঘটেছে লাহোরের ইমরান নামের এক ব্যক্তির সঙ্গে।

এক রিপোর্ট অনুযায়ী, লাহোরের মুঘলপুরা এলাকা থেকে ইমরানের বাইক হোন্ডা সিডি ৭০ চুরি হয়। এরপর এফআইআরও দায়ের করেন তিনি। তবে দীর্ঘদিন কেটে যাওয়ার পরেও চুরি হয়ে যাওয়া ওই বাইকের ব্যাপারে পুলিশ ইমরানকে কিছু জানাতে পারে না। এখন ৮ বছর পরে হঠাৎ তিনি বাইকের একটি ই-চালান পান এবং তার সাথে ই-টিকিটের ছবিতে দেখতে পান যে তার বাইকটি পুলিশরা চালাচ্ছিলেন। তা জানতে পেরেই তাঁর পায়ের তলা থেকে মাটি সরে যায়।

   
Pakistan: ইমরানের চুরি হয়ে যাওয়া বাইক চালাচ্ছে খোদ পুলিশ
ইমরান

ছবিতে দেখা যাচ্ছে, লাহোরের সবজারারে গাড়ি চালাচ্ছেন পুলিশকর্মীরা। জানা গিয়েছিল, তিনি এর আগেও অনেক আবেদন করেছিলেন, কিন্তু বাইকটি সম্পর্কে কিছুই জানতে পারেননি। যখন তিনি চালানটি পেয়েছিলেন, তখন তিনি তৎক্ষণাৎ চিফ সিভিলিয়ান পার্সোনাল অফিসারের কাছে একটি নতুন আবেদন পাঠিয়েছিলেন এবং তাকে অনুরোধ করেছিলেন যে তিনি যেন তার বাইকটি পুলিশের কাছ থেকে উদ্ধার করে তাঁর কাছে যেন ফিরিয়ে দেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন