পাকিস্তানের (Pakistan) রাজনীতিতে টালমাটাল অবস্থা। প্রধানমন্ত্রী ইমরান খানকে হটাতে বিরোধীরা একাট্টা। ক্ষমতাসীন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এর প্রতিষ্ঠাতা সদস্য নাজীব হারুন স্বয়ং প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ চেয়েছেন।
পাক সংবাদমাধ্যম জিও নিউজ প্রোগ্রামে নাজিব হারুন বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত এবং দলের অন্য কোনও সদস্যকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য এগিয়ে আনা উচিত। এটিই সামনের দিকে এগিয়ে যাওয়া এবং এই সংকটের সমাধানের একমাত্র উপায়।
নাজীব হারুন আরও বলেছেন, এই দেশ আর অস্থিতিশীলতা বহন করতে পারবে না। প্রধানমন্ত্রী ইমরান খানকে অবশ্যই তাঁর জেদ ত্যাগ করতে হবে।
ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোটের দিন ঘনিয়ে আসছে। জাতীয় আইনসভায় বেশ কয়েকজন ক্ষুব্ধ সরকারপক্ষের সদস্য বলেছেন, তারা পিটিআই থেকে অব্যাহতি নিয়েছেন। একই সঙ্গে আগামী নির্বাচন তারা পিটিআই-এর হয়ে লড়বেন না। তিনজন কেন্দ্রীয় মন্ত্রী পিটিআই থেকে ইস্তফা দিয়েছেন।
পিটিআই এর ২৪ জন সংসদ সদস্য বিদ্রোহ করে বসেছেন। ওই ২৪ জন সংসদ সদস্যও ইমরানের বিরুদ্ধে ভোট দেবেন বলে প্রকাশ্যে হুমকি দিয়েছেন।